দিল্লি, 5 অক্টোবর: সামনেই বিহার বিধানসভার নির্বাচন । আর তাই নির্বাচনের রণকৌশল নিয়ে বৈঠক করল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি । কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির বাসভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক ।
বিহার নির্বাচনের রণকৌশল ঠিক করতে বৈঠক কংগ্রেসের
বিহার বিধানসভার নির্বাচন নিয়ে রণকৌশল ঠিক করতে বৈঠক করল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ।
Aa
সোনিয়া গান্ধি ছাড়াও বৈঠকে ছিলেন অম্বিকা সোনি, এ কে অ্যান্টনি, অবিনাশ পান্ডে ও অন্য নেতারা । এছাড়াও ছিলেন বিহারে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা শক্তি সিং গোহিল, বিহারের কংগ্রেস সভাপতি মদন মোহন ঝা, কংগ্রেস সাংসদ সদানন্দ সিং । চার ঘণ্টা ধরে চলে এই বৈঠক ।
বিহারের বিধানসভা নির্বাচন হবে তিন দফায় । প্রথম দফা হবে 28 অক্টোবর । যে আসনগুলিতে কংগ্রেস লড়বে সেখানে প্রার্থীদের তালিকা ও অন্যান্য বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে ।