দিল্লি, 22 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য 40 জন তারকার নাম চূড়ান্ত করল BJP । এই তালিকায় নরেন্দ্র মোদি, অমিত শাহ, হেমা মালিনী, গৌতম গম্ভীরের মত হেভিওয়েটদেরও নাম রয়েছে । অন্যদিকে নির্বাচনী প্রচারের জন্য কংগ্রেসের তরফেও 40 জন তারকার নাম চূড়ান্ত করা হয়েছে । এই তালিকায় সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিরও নাম রয়েছে ।
দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দল । কেউ কাউকে একচুল জমি ছেড়ে দিতে রাজি নয় । আর তাই নির্বাচনী প্রচারের জন্য হেভিওয়েটদের নাম ঘোষণা করল BJP । এবারের নির্বাচনে BJP-র হয়ে প্রচারের থাকবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ । থাকছেন হেমা মালিনী ও গৌতম গম্ভীরও ।
কংগ্রেসের হয়ে প্রচারে সোনিয়া ও রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধিও অংশ নেবেন । তবে, সবথেকে বড় চমক দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারে নামবেন নভজ্যোত সিং সিধুও । পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন সিধু ।