দিল্লি, 17 জুলাই : কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, BJP নেতা সঞ্জয় জৈন এবং কংগ্রেস বিধায়ক ভানওয়ার লাল শর্মার মধ্যে ফোনে কথোপকথনের একটি অডিয়ো ক্লিপ গতকাল সামনে আসে । সেখানে বিধায়ক কেনাবেচার পরিকল্পনা করতে শোনা যায় তাঁদের । তারপরই আজ ভানওয়ার লাল সহ রাজস্থানের দুই বিধায়ককে সাসপেন্ড করল কংগ্রেস । গজেন্দ্র সিং শেখাওয়াত ও ভানওয়ার লাল শর্মার বিরুদ্ধে ইতিমধ্যেই FIR দায়ের করা হয়েছে ।
আজ সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা । সেখানে BJP-র বিরুদ্ধে রাজস্থানে সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি । বলেন, বিধায়ক কেনার পরিকল্পনা করছে BJP । অশোক গেহলতের সরকার ফেলে দেওয়ার চেষ্টা চলছে । গজেন্দ্র সিং শেখাওয়াত এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত । BJP-র বিধায়ক কেনা-বেচার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে ।
সুরজেওয়ালা বলেন, "গতকাল সংবাদমাধ্যমে একটি অডিয়ো ক্লিপ প্রকাশিত হয় । কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, BJP নেতা সঞ্জয় জৈন এবং কংগ্রেস বিধায়ক ভানওয়ারলাল শর্মাকে বিধায়ক কেনাবেচার পরিকল্পনা করতে শোনা যায় । এবং তাঁরা রাজস্থানে সরকার ফেলার পরিকল্পনা করছেন । "