পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দলমত-নির্বিশেষে সকলের শ্রদ্ধার মানুষ ছিলেন প্রণবদা - Pranab Mukherjee passes away

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ ।

প্রণব মুখোপাধ্যায়
প্রণব মুখোপাধ্যায়

By

Published : Aug 31, 2020, 9:44 PM IST

দিল্লি, 31 অগাস্ট : প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । বয়স হয়েছিল 84 বছর । মাথায় রক্তক্ষরণ নিয়ে বিগত কিছুদিন ধরে দিল্লির সেনা হাসপাতালে ভরতি ছিলেন তিনি । আজ বিকেলে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ।

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ । তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন রাহুল গান্ধি । টুইটারে তিনি লিখেছেন, "অত্যন্ত দুঃখের মুহূর্ত । গোটা দেশ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দুর্ভাগ্যজনক মৃত্যুর সংবাদ পেয়েছে । তাঁর মৃত্যুতে গোটা দেশের সঙ্গে আমিও তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি । তাঁর শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা ।"

রাষ্ট্রপতি হওয়ার আগে কয়েক দশক ধরে তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক ছিলেন । তাঁর প্রয়াণে টুইট করেছে জাতীয় কংগ্রেসও । কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লেখা হয়েছে, "শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত । ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং কংগ্রেস পার্টির অন্যতম শীর্ষ নেতা প্রণব মুখোপাধ্যায় তাঁর আন্তরিকতা ও মমত্ববোধের জন্য সর্বদা স্মরণীয় থাকবেন । আমাদের প্রার্থনা তাঁর পরিবার ও পরিজনের সঙ্গে রয়েছে ।"

প্রায় কয়েক দশক ধরে কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি । যখনই দল কোনও বিপদে পড়েছে, ত্রাতার ভূমিকায় সামনে এসেছেন প্রণব মুখোপাধ্যায় । তাঁর প্রয়াণে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে চিঠি লিখেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ।

শোকপ্রকাশ করে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । লিখেছেন, "ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত । তিনি ছিলেন এক অভিজ্ঞ নেতা, যিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জাতির সেবা করেছিলেন । প্রণব দা-র রাজনৈতিক জীবন গোটা দেশের জন্য গর্বের ।"

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও । টুইটারে তিনি লিখেছেন, "প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে দুঃখিত । তিনি বহু পরিশ্রম ও দৃঢ় সংকল্পতার সঙ্গে দেশকে সেবা করেছেন । তিনি তাঁর বুদ্ধি এবং অধ্যাবসায়ের জন্য রাজনৈতিক দল নির্বিশেষে সকলের মধ্যে প্রশংসিত । তাঁর পরিবার ও পরিজনদের প্রতি আমার সমবেদনা ।"

শোকজ্ঞাপন করেছেন বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আডবানি । শোকবার্তায় তিনি লিখেছেন, "আমরা অনেকেই তাঁকে স্নেহের সঙ্গে প্রণবদা বলে সম্বোধন করেছিলাম । তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক । আমারও বয়স হয়েছে, তবে প্রণবদা সাংসদ হিসাবে আমার থেকে এক বছরের বড় ছিলেন । আমি 1970 সালে সাংসদ হয়েছিলাম এবং প্রণবদা 1969 সালে সাংসদ হয়েছিলেন । আমরা ভিন্ন মতাদর্শের ছিলাম, কিন্তু ওঁর সঙ্গে আমার দেখা হওয়ার পর থেকেই আমাদের মধ্যে পারস্পরিক সম্মানের বন্ধন তৈরি হয়েছিল ।"

শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা পি চিদম্বরমও । লিখেছেন, "প্রাক্তন কংগ্রেস নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোকাহত । এই দেশে এমন কেউ নেই, যিনি প্রণব মুখোপাধ্যায়ের জীবন ও অবদান জানেন ন। আমি তাঁর সঙ্গে বহু বছর কাজ করেছি । বিশেষত, 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত আমি খুব কাছ থেকে তাঁর সঙ্গে কাজ করেছি । রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে একটি তীব্র অন্তর্দৃষ্টি ছিল তাঁর । অর্থনীতি সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে একটি সম্পূর্ণ উপলব্ধি ছিল তাঁর । তাঁর প্রয়াণে, কেবল কংগ্রেসই নয়, গোটা দেশের রাজনৈতিক পরিসর এক বীর সেনাকে হারিয়েছে । কংগ্রেসের জন্য এটি আমাদের কাছে এক অপূরণীয় ক্ষতি । রাজনীতির আঙিনায় এমন মানুষ বিরল ।"

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে শোকজ্ঞাপন করে লিখেছেন, "ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত । তিনি সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে শ্রদ্ধার । তাঁর মৃত্যু ব্যক্তিগত ক্ষতি । ভারতের ইতিহাস, কূটনীতি, জননীতি এবং প্রতিরক্ষা সম্পর্কে তাঁর অসীম জ্ঞান ছিল ।"

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ ।

শোকপ্রকাশ করে টুইট করেছেন শিবরাজ সিং চৌহান । লিখেছেন, "ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত । আজ ভারত এক পুণ্যবান সন্তানকে হারিয়েছে । আমি ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি ও পরিবারের এই দুঃখ সহ্য করার জন্য শক্তি কামনা করি । ওম শান্তি!"

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাও । লিখেছেন, "পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের সেবা করেছেন । সংসদীয় ও প্রশাসনিক ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা অতুলনীয়, যা তাঁর কার্যকারিতা থেকে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল ।"

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ।

ABOUT THE AUTHOR

...view details