দিল্লি, 7 সেপ্টেম্বর : সবকিছু ঠিকঠাকই ছিল । কিন্তু, আতঙ্কের 15 মিনিটই যেন কাল হল । চন্দ্রপৃষ্ঠ থেকে 2.1 কিলোমিটার দূরেই সংকেত ছিন্ন হল বিক্রম ল্যান্ডারের । ঘোষণা করলেন ISRO চেয়ারম্যান কে সিভন ।
চাঁদের দক্ষিণ মেরুতে এখনও পর্যন্ত কোনও দেশের পা পড়েনি । সেদিক দিয়ে দেখতে গেলে ইতিহাস তৈরি করত ভারতই । আজ দেশবাসীর চোখ ছিল তাই টিভির পর্দায় । সময় পেরিয়েছে । বেড়েছে উৎকণ্ঠা ।
রাত 1টা 30 থেকে 2টোর মধ্যে দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল বিক্রমের । সবকিছু ঠিকঠাকই ছিল । ধীরে ধীরে গতিবেগ কমাতেও শুরু করেছিল চন্দ্রযান 2 । কিন্তু, 2.1 কিলোমিটার আগেই সংযোগ ছিন্ন হয়ে যায় । তখন ISRO জুড়ে শ্মশানের নিস্তব্ধতা ।
ISRO প্রধান ঘোষণা করলেন, "2.1 কিলোমিটারের আগে পর্যন্ত সবকিছু পরিকল্পনামাফিক ছিল । হঠাৎ করেই সংযোগ ছিন্ন হয়ে যায় । তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে ।"
নিস্তব্ধ ISRO-তে প্রাণের সঞ্চার ঘটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । চেয়ারম্যানের পিঠ চাপড়ে দেন । বৈজ্ঞানিকদের উদ্দেশে বলেন, "জীবনে অনেক উথাল-পাতাল আসে । দেশ আপনাদের জন্য গর্ব করে । আপনাদের চেষ্টা দেশবাসী মনে রাখবে । আবার বিক্রম ল্যান্ডারের সঙ্গে সম্পর্ক স্থাপন হলে অনেক কিছু জানতে পারব । আমার তরফ থেকে ধন্যবাদ । আপনারা দেশের অনেক বড় সেবা করেছেন । আপনাদের চেষ্টায় দেশ আবার সাফল্য পাবে ।"