পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গালওয়ানে মৃত চিনের কমান্ডিং অফিসার : সূত্র - Pangong lake

যদিও বিষয়টি নিয়ে চিনের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি । ঠিক কতজন চিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে তাও স্পষ্ট নয় ।

ফাইল ফোটো
ফাইল ফোটো

By

Published : Jun 17, 2020, 1:11 PM IST

দিল্লি, 17 জুন : গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে চিনের এক কমান্ডিং অফিসারের । সংবাদসংস্থা ANI সূত্রে খবর, সোমবার রাতের সংঘর্ষে চিনের অন্ততপক্ষে 43 জন জওয়ানের মৃত্যু হয়েছে । তার মধ্যে রয়েছেন চিনের ওই কমান্ডিং অফিসারও ।

গালওয়ান এলাকায় চিনের একের পর এক হেলিকপ্টার ওঠানামা করতে দেখা গেছে বলে সূত্রের খবর । তা দেখে বোঝা যাচ্ছে, তাদের তরফেও একাধিক হতাহত হয়েছে । মৃত ও জখমদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার প্রমাণও মিলেছে ।

যদিও বিষয়টি নিয়ে চিনের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি । ঠিক কতজন চিনা জওয়ানের মৃত্যু হয়েছে তাও অস্পষ্ট ।

লাদাখে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গালওয়ান উপত্যকায় রাস্তা তৈরি নিয়ে মে মাসের শুরু থেকেই মুখোমুখি হয় দুই দেশের সেনা । এতদিন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও সোমবার রাতে হঠাৎই উত্তপ্ত হয় গালওয়ান উপত্যকা । দু'পক্ষের সংঘর্ষ ঘিরে শহিদ হন তিন ভারতীয় সেনাকর্মী ৷ গুরুতর জখম হয়েছিলেন 17 জন ৷ পরে সেনার তরফে জানানো হয়, অতিরিক্ত ঠান্ডার কারণে ওই জখম 17 জনের মৃত্যু হয়েছে ৷ আজ আরও চারজন জওয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংবাদসংস্থা ।

ABOUT THE AUTHOR

...view details