পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

118 বছরের শীতলতম ডিসেম্বর ! দিল্লিতে পারদ নামল 2.4 ডিগ্রিতে - coldest day in delhi

4 ডিসেম্বরের পর থেকেই দিল্লিজুড়ে শুরু হয়েছে ঠাণ্ডার দাপট ৷ এমনকী 1901 সালের ঠাণ্ডার রেকর্ডও এবার ভেঙে গেছে । আবহাওয়া অফিস সূত্রে খবর দিল্লিতে চলতি ডিসেম্বর গত 100 বছরের মধ্যে শীতলতম ৷  ঘন কুয়াশায় কমে যায় দৃশ্যমানতা । এর জেরে বিঘ্নিত হয় রেল ও সড়ক পরিষেবা ৷ চারটি প্লেনকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷

image
দিল্লির ঠাণ্ডা

By

Published : Dec 28, 2019, 1:21 PM IST

Updated : Dec 28, 2019, 1:32 PM IST

দিল্লি, 28 ডিসেম্বর : হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে দেশের রাজধানী । আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 2.4 ডিগ্রি সেলসিয়াস, যা মরশুমের শীতলতম ৷

14 ডিসেম্বরের পর থেকেই দিল্লিজুড়ে শুরু হয়েছে ঠাণ্ডার দাপট ৷ এমনকী 1901 সালের ঠাণ্ডার রেকর্ডও এবার ভেঙে গেছে । আবহাওয়া অফিস সূত্রে খবর দিল্লিতে চলতি ডিসেম্বর গত 100 বছরের মধ্যে শীতলতম ৷ ঘন কুয়াশায় কমে যায় দৃশ্যমানতা । এর জেরে বিঘ্নিত হয় রেল ও সড়ক পরিষেবা ৷ চারটি প্লেনকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷

14 ডিসেম্বরের পর থেকে দিল্লিতে ঠাণ্ডার দাপট বেড়ে গেছে । আজ সর্বনিম্ন তাপমাত্রা 4.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস ৷

Last Updated : Dec 28, 2019, 1:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details