পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহারে বজ্রপাতে মৃত 12, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিহারে ফের বজ্রপাতে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় বিহারের ছয়টি জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে 12 জনের ৷

By

Published : Jul 8, 2020, 8:08 AM IST

Representative Image
ছবিটি প্রতীকী

পটনা, 8 জুলাই : ফের বিহারে বজ্রপাতে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় বিহারের ছয়টি জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে 12 জনের ৷

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিহারে মৃত এই 12 জনের মধ্যে সাত জন বেগুসরাইয়ের ৷ আর বাকি পাঁচ জন ভগতপুর, বঙ্কা, মুঙ্গের, কাইমুর ও জামুই জেলার বাসিন্দা ৷ রাজ্যের আবহাওয়া অফিসের তরফে 12 টিরও বেশি জেলায় বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে ৷ তার মধ্যে রয়েছে পটনা, ভোজপুর, বৈশালি ও নালন্দা ৷

এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে যে বিধিনিষেধ জারি করা হয়েছে তা মেনে চলার আবেদন করেছেন তিনি ৷ একইসঙ্গে এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে রাজ্যবাসীকে ঘরে থাকার পরামর্শ দেন তিনি ৷

গত 24 ঘণ্টায় মৃত এই 12 জনের জন্য ইতিমধ্যে নীতীশ কুমার 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ৷ শুধু গতকাল নয়, কয়েকদিন ধরেই বিহারে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে ৷ 2 জুলাই(বৃহস্পতিবার) 26 জনের মৃত্যু হয় বজ্রপাতে ৷ 30 জুন(মঙ্গলবার) মৃত্যু হয় 11 জনের ৷ অন্যদিকে 26 জুন মৃত্যু হয় 96 জনের ৷

ABOUT THE AUTHOR

...view details