পশ্চিমবঙ্গ

west bengal

চন্দ্রযান-2 থেকে সফলভাবে বিচ্ছিন্ন হল বিক্রম

দুপুর 1 টা 15 মিনিটে সফলভাবে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হল বিক্রম ৷ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার আগে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা ৷

By

Published : Sep 2, 2019, 3:36 PM IST

Published : Sep 2, 2019, 3:36 PM IST

Updated : Sep 2, 2019, 3:51 PM IST

চন্দ্রযান-2 থেকে সফলভাবে বিচ্ছিন্ন হল বিক্রম

শ্রীহরিকোটা, 2 সেপ্টেম্বর : ভারতীয় সময় আজ দুপুর 1 টা 15 মিনিটে সফলভাবে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হল ল্যান্ডার বিক্রম ৷ বিক্রম বর্তমানে 119 কিমি x 127 কিমি কক্ষপথে অবস্থান করছে ৷ অন্যদিকে, চন্দ্রযান-2 যথারীতি তার নির্দিষ্ট পথে চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে ৷

বেঙ্গালুরুর কাছে বাইলালুতে ইন্ডিয়ান ডিপ স্পেস নেটওয়ার্ক (IDSN) অ্যান্টেনার সহায়তায় ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্ক (ISTRAC) -এ মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) থেকে অরবিটার এবং ল্যান্ডারের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে ৷ ISRO জানিয়েছে, অরবিটার ও ল্যান্ডার ঠিকভাবে কাজ করছে ৷ চন্দ্রযান-2 আগামীকাল 8 টা 45 মিনিট থেকে 9 টা 45 মিনিটের মধ্যে পরবর্তী কক্ষপথে প্রবেশ করবে ৷

22 জুলাই দুপুর 2টো 23 মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় চন্দ্রযান-2 ৷ এরপর পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দূরত্ব বাড়ায় সেটি ৷ পাঁচবার পাক খাওয়ার পর সেটি চাঁদের কক্ষপথে পাড়ি দেয় ৷ 20 অগাস্ট সকাল 9 টা 28 মিনিটে সেটি চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে ৷ এরপর কক্ষপথ বদল করে ক্রমশ চাঁদের সঙ্গে দূরত্ব কমাতে থাকে চন্দ্রযান ৷ গতকাল সফলভাবে পঞ্চম অর্থাৎ সর্বশেষ কক্ষপথটি বদল করে চন্দ্রযান-2 ৷ ভারতীয় সময় সন্ধ্যা 6টা 21 মিনিটে শুরু হয় এই প্রক্রিয়া ৷ চলে 52 সেকেন্ড ৷ এরপরই ISRO-র তরফে টুইট করা হয় ৷ জানানো হয়, প্রপালশন সিস্টেম ব্যবহার করে পুরো কাজটি নিঁখুতভাবে হয়েছে ৷ সবকিছু ঠিকঠাক রয়েছে চন্দ্রযান 2-এর ৷ আপাতত চন্দ্রযানটি যে কক্ষপথে রয়েছে সেখান থেকে চাঁদের দূরত্ব 119 কিলোমিটার x 127 কিলোমিটার ৷

চন্দ্রযান-2 থেকে তোলা চাঁদের ছবি

ISRO-র তরফে জানানো হয়েছিল, তাদের পরবর্তী লক্ষ্য চন্দ্রযান-2 থেকে সফলভাবে ল্যান্ডার বিক্রমকে আলাদা করা ৷ আজ দুপুরে সেই প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হল ৷ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার আগে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা ৷ এরপর আগামীকাল ও বুধবার আরও দু'বার কক্ষপথ বদল করবে বিক্রম ৷ এরপরই শুরু হবে বিক্রমকে চাঁদে নামানোর তোড়জোড় ৷ আর সবকিছু ঠিকঠাক থাকলে 7 সেপ্টেম্বর রাত 1টা 30 মিনিট থেকে 2টো 30 মিনিটের মধ্যে চাঁদের মাটিতে পা দেবে বিক্রম ৷

Last Updated : Sep 2, 2019, 3:51 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details