পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্থল ও বায়ুসেনাকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রের - Jammu-Kashmir after 370A announcement in Rajyasabha

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আট হাজার আধাসামরিক বাহিনীকে উড়িয়ে নিয়ে আসা হল কাশ্মীর উপত্যকায় ৷

370 ধারা রদের প্রস্তাবের জের, স্থল ও বায়ুসেনাকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রের

By

Published : Aug 5, 2019, 2:02 PM IST

Updated : Aug 5, 2019, 5:46 PM IST

দিল্লি ও শ্রীনগর, 5 অগাস্ট : টহলে আরও সেনা ৷ রাষ্ট্রপতির আদেশবলে 370 ধারা রদের ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আট হাজার আধাসামরিক বাহিনীকে উড়িয়ে নিয়ে আসা হল কাশ্মীর উপত্যকায় ৷

উত্তরপ্রদেশ, ওড়িশা, অসম ও দেশের অন্য প্রান্ত থেকে এই বাহিনীকে নিয়ে আসা হয়েছে ৷ উপত্যকায় শান্তি বজায় রাখতে স্থল ও বায়ুসেনাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷

গত সপ্তাহ থেকেই গোটা উপত্যকায় নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ধাপে ধাপে মোট 35 হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে । গত শুক্রবারই পর্যটক ও অমরনাথ যাত্রীদের যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীর ছাড়ার নির্দেশিকা জারি করেছিলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক । রাজ্যের প্রায় সর্বত্র চলছে কড়া তল্লাশি, নাকা, টহলদারি । এই পরিস্থিতি শান্তি বজায় রাখতে কড়া সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে ৷

এর বাইরে উপত্যকায় জঙ্গি হানার সতর্কতাও রয়েছে । অমরনাথ যাত্রার পথে উদ্ধার হয়েছে স্নাইপার রাইফেল, বিস্ফোরক ও ল্যান্ডমাইন । কেরন সেক্টর দিয়ে অনুপ্রবেশের সময় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) পাঁচ সদস্যকে গুলি করে মেরেছে ভারতীয় সেনা । তাদের দেহ ফিরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে পাকিস্তানকে ।

এই সব মিলিয়ে উপত্যকায় চূড়ান্ত কোনও পরিস্থিতির পূর্বাভাস । চরম আতঙ্ক-উৎকণ্ঠা-উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন উপত্যকার সাধারণ মানুষ । তার মধ্যেই 370 ধারা রদ নিয়ে নতুন করে কোনও অশান্তি যাতে তৈরি না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন ৷

Last Updated : Aug 5, 2019, 5:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details