দিল্লি, 26 সেপ্টেম্বর : CLAT পরীক্ষায় যেন কোরোনার সমস্ত প্রোটোকল মেনে চলা হয় । এই মর্মে আবেদন করলেন এক পরীক্ষার্থী । উল্লেখ্য, পূর্ব নির্ধারিত দিনেই এই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট । যার ভিত্তিতে এই আবেদন করেন ওই পরীক্ষার্থী । জানা গিয়েছে, আবেদনকারী ওই পরীক্ষার্থী কোরোনা আক্রান্ত । বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি ।
পরীক্ষাকেন্দ্রে ঠিকভাবে কোরোনা-বিধি মানার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে CLAT পরীক্ষার্থী - Coronavirus CLAT Test 2020
পরীক্ষার্থীদের সব রকম সুরক্ষা নিশ্চিত করতে হবে । পরীক্ষাকেন্দ্রে যে সমস্ত আইসোলেশনে ওয়ার্ড থাকবে সেগুলোতে যেন কোরোনা প্রোটোকল মেনে চলা হয় সেদিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি ।
Supreme court
ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জানান, সমস্ত পরীক্ষা কেন্দ্রে আইসোলেশনে কেন্দ্র থাকবে । কোরোনা পরিস্থিতিতে যাতে সবকিছু মোকাবিলা করা যায় সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয় । ঘোষণার পরই এই আবেদন করেন পরীক্ষার্থী । আবেদনে তিনি বলেন, পরীক্ষার্থীদের সব রকম সুরক্ষা নিশ্চিত করতে হবে । পরীক্ষাকেন্দ্রে যে সমস্ত আইসোলেশনে ওয়ার্ড থাকবে সেগুলোতে যেন কোরোনা প্রোটোকল মেনে চলা হয় সেদিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি ।