দিল্লি, 3 অক্টোবর : 370 ধারা সংক্রান্ত সেমিনারের সময় উত্তপ্ত হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ৷ AISA ও ABVP সদস্যদের মধ্যে বচসা বাধে ৷ সেমিনারে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷
370 ধারা নিয়ে সেমিনার, JNU-তে বচসা AISA ও ABVP-র - বামপন্থী
জম্মু ও কাশ্মীরের 370 ধারা নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সেমিনার ছিল ৷ AISA ও ABVP সদস্যদের মধ্যে বচসা বাধে ৷
আজ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে 370 ধারা প্রত্যাহার সংক্রান্ত সেমিনার ছিল ৷ সেখানে আমন্ত্রিত ছিলেন জিতেন্দ্র সিং ৷ সংবাদসংস্থা সূত্রে খবর, তাঁর বক্তৃতার সময় কয়েকজন পড়ুয়া কাশ্মীর-পন্থী স্লোগান দেয় ৷ পালটা স্লোগান দেয় ABVP সদস্যরা ৷ এরপরই AISA ও ABVP সদস্যদের মধ্যে বচসা বাধে ৷ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷
গত কয়েক বছর ধরে JNU-তে ABVP বামপন্থী সংগঠনগুলির সঙ্গে একাধিক তরজায় জড়াচ্ছিল ৷ সেখানে ABVP-র দাপট বাড়লেও ছাত্র সংসদের ভোটে জয়ী হয় বামপন্থীরা ৷ সভাপতি নির্বাচিত হন ঐশী ঘোষ ।