পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিবাসী কারা স্পষ্ট করুন কেজরি : কংগ্রেস - দিল্লি

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিল্লিবাসীদের জন্য বেড সংরক্ষণের ঘোষণার পরই দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অনিল চৌধুরি প্রশ্ন তোলেন, দিল্লিবাসী কারা?

Anil chowdhury
Anil chowdhury

By

Published : Jun 7, 2020, 9:18 PM IST

দিল্লিবাসী কারাস্পষ্ট করুনকেজরি:কংগ্রেস

দিল্লি, 7জুন : কোরোনা চিকিৎসা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘোষণার পরই তার তুমুল সমালোচনা করলেন দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অনিল চৌধুরী।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বলেন, "দিল্লির রাজ্য সরকারের ও কিছু বেসরকারি হাসপাতাল দিল্লিবাসীদের চিকিৎসার জন্য সংরক্ষিত করা হয়েছে। বাকি সরকারি হাসপাতালগুলিতে সকলেই চিকিৎসা করাতে পারেন।"

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন অনিল চৌধুরি । তিনি বলেন, কারা দিল্লিবাসী, তা স্পষ্ট করুন । কেজরিওয়ালকে মিথ্যেবাদীর তকমা দিয়ে তিনি বলেন, " 7 এপ্রিল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন দিল্লিতে 30, 000 বেড প্রস্তুত রাখা হবে চিকিৎসার জন্য । এদিকে আজ এক্সপার্ট কমিটির অনুমান অনুযায়ী, জুন মাসের শেষে আরও 1500 বেডের প্রয়োজন । "

অনিল চৌধুরি বলেন, "কেজরিওয়াল বলছেন, তিনি পরিযায়ীদের চিকিৎসা করাবেন না, যারা দিল্লিতে থেকে, কাজ করে দিল্লিকে তৈরি করেছেন। দিল্লিতে এখনও বহু পরিযায়ী শ্রমিক রয়েছেন, তারা যদি অসুস্থ হন, সংক্রমিত হন, তাহলে কেন দিল্লির হাসপাতালগুলি তাদের চিকিৎসা করবে না? "দিল্লিতে যেখানে বহু হাসপাতাল কোরোনা রোগীদের ফিরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে, সেই সময়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই ঘোষণা আরও বিতর্ক উসকে দিয়েছে ।

কোরোনা সংক্রমিত রোগীরা হাসপাতালে চিকিৎসার জন্য গেলে বেড নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যেখানে কেজরিওয়াল সরকারের তরফ থেকে লঞ্চ করা একটি মোবাইল অ্যাপ, যেখানে কোন হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে তা দেখা যায়, তাতে দেখানো হচ্ছে ফাঁকাই রয়েছে বহু বেড।

ABOUT THE AUTHOR

...view details