পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

1 ফেব্রুয়ারি কারও ফাঁসি হলে, তা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন, মন্তব্য বোবদের - সুপ্রিম কোর্ট

রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় নির্ভয়ার অন্যতম দোষী মুকেশ সিং ৷ সেই প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, যদি 1 ফেব্রুয়ারি কারও ফাঁসি হয়, তবে তার বিষয়টি সবার আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে ৷

Supreme Court
ফাইল ছবি

By

Published : Jan 27, 2020, 1:33 PM IST

দিল্লি, 27 জানুয়ারি : নির্ভয়া অপরাধীদের ফাঁসির দিন আগেই ধার্য হয়েছে 1 ফেব্রুয়ারি ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও খারিজ করেছেন অন্যতম দোষী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন ৷ প্রাণভিক্ষা খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে 25 জানুয়ারি ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুকেশ ৷ সেই প্রেক্ষিতে আজ প্রধান বিচারপতি এস এ বোবদে বললেন, "যদি 1 ফেব্রুয়ারি কারও ফাঁসি হয়, তবে তার বিষয়টি সবার আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে ৷"

1 ফেব্রুয়ারি ভোর 6টায় নির্ভয়ার চার দোষী মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় সিং ও পবন গুপ্তার ফাঁসির দিন ধার্য করা হয়েছে ৷ 25 জানুয়ারির ওই আবেদনে ফাঁসির দিন স্থগিত রাখার জন্যও আবেদন করা হয়েছে ৷

আরও পড়ুন : নির্ভয়া: রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মুকেশ

এর আগে দুই অপরাধীর কিউরেটিভ পিটিশনের আর্জি খারিজ করা হয়েছিল ৷ 22 জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল ৷ কিন্তু শেষ মুহুর্তে মুকেশর প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷ বারবার করে এভাবে আবেদন আর চ্যালেঞ্জকে আসলে মৃত্যুদণ্ডের দিন ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল ৷

ABOUT THE AUTHOR

...view details