মেঙ্গালুরু, 6 জুন : কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে PPE কিটই ভরসা বাস কন্ডাক্টরদের। 1 জুন থেকে লকডাউনে ছাড় ঘোষণার পরই বেসরকারি বাস চলাচল শুরু হয়েছে কর্নাটকে। তবে সংক্রমণ রুখতে বাস মালিকদের তরফ থেকে কন্ডাক্টরদের দেওয়া হয়েছে PPE কিট।
কোরোনা সংক্রমণ রুখতে PPE কিটই ভরসা কর্নাটকের বাস কন্ডাক্টরদের - PPE কিট
কোরোনা সংক্রমণ রুখতে কর্নাটকের বেসরকারি বাসের কন্ডাক্টরদের PPE কিট দিলেন বাস মালিকেরা।
![কোরোনা সংক্রমণ রুখতে PPE কিটই ভরসা কর্নাটকের বাস কন্ডাক্টরদের PPE kit](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:02-7499092-194-7499092-1591426207649.jpg)
PPE kit
দক্ষিণ কন্নড়ের স্টেট ব্যাঙ্ক- শক্তিনগর রুটের বাস কন্ডাক্টরদের PPE কিট পরে ডিউটি করতে দেখা গেল। সইশা নামে এক বাস কন্ডাক্টর জানান, " যেহেতু প্রতিটি যাত্রীর সংস্পর্শেই আমাদের আসতে হয়, তাই ডিউটি করা নিয়ে মনে ভয় ছিল। তবে মালিকরা PPE কিট দেওয়ায় অনেকটাই আশ্বস্ত বোধ করছি। "
সামাজিক দূরত্ব সঠিকভাবে বজায় রাখতে না পারলেও সংক্রমণ রুখতে PPE কিটকেই বেছে নিয়েছেন বাস মালিক ও কন্ডাক্টররা। মেঙ্গালুরুর বহু বাসেও কন্ডাক্টরদের PPE কিট পরেই ডিউটি করতে দেখা গেল।