দিল্লি, 9 ডিসেম্বর : লোকসভায় পেশ নাগরিকত্ব সংশোধনী বিল । গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছিল এই বিল। ইতিমধ্যেই এই বিলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে । সরব হয়েছে কংগ্রেস । পাশাপাশি বিলের প্রতিবাদে উত্তর-পূর্বের একাধিক জায়গায় সকাল থেকেই চলছে বিক্ষোভ ।
সংশোধনী বিল পেশ হবে কি না তা নিয়ে শুরু হল ভোট ।
স্বাধীনতার পর ধর্মের ভিত্তিতে কংগ্রেস দেশকে বিভাজিত করেছে । তাই এই বিল তাদের শুনতে হবে।
তাই এই বিল শুনতে হবে এই বিল কোনও মুসলিমের অধিকার কেড়ে নেয়নি ।
ধারা 14-র কথা তুলে অমিত শাহ বলেন, এই বিল সমান অধিকারের পক্ষে ।অমিত শাহ বলেন, এই বিল সংবিধানের কোনও ধারাকে লঙ্ঘণ করে না । যখন আমি বিল পেশ করতে উঠলাম তখন সদনের অনেকেই এই বিল পেশ হতে পারে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন ৷ প্রথমে বলতে চাই, এই বিল সংবিধানের কোনও ধারার বিরোধী নয় ৷
আসাদউদ্দিন ওয়াইসি স্পিকারের কাছে হাত জুড়ে অমুরোধ করেন । বলেন, এই বিল থেকে দেশকে বাঁচান । নাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হিটলারের সঙ্গে উচ্চারিত হবে ।
কংগ্রেস নেতা শশী থারুর বলেন, এই বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত হানছে । এই বিল পেশের বিরোধিতা করছে কংগ্রেস ।
লোকসভায় নিজের বক্তব্য পেশের সময় BJP সাংসদদের বিরোধিতার মুখে পড়েন সৌগত রায় । বলেন, সংবিধানের ধারা 14কে লঙ্ঘণ করে এই বিল । সাংসদের উদ্দেশ্য করে তাঁর বক্তব্য, আপানারা কি আমাকে মারতে চাইছেন ।
RSP সাংসদ এন.কে প্রেমচন্দ্রন বলেন, এই বিল সংবিধানের প্রাথমিক নিয়মগুলিকে লঙ্ঘণ করে ।
অমিত শাহ বলেন, কেউ ওয়াক আউট করবেন না আপনাদের সবার প্রশ্নের উত্তর দেব । এই বিল দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় । এটি কোনও ধর্মের বিরুদ্ধে নয় ।
শুরুতেই বিরোধিতা করেন অধীররঞ্জন চৌধুরি । বলেন, এই বিল অসংবিধানিক । সংখ্যালঘু বিরোধী বিল । এটি দেশকে পিছিয়ে দেবে ।
প্রথম থেকেই সরব কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ।
লোকসভায় পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।