দিল্লি, 11 ডিসেম্বর : প্রায় 12 ঘণ্টা বাক-বিতণ্ডার পর লোকসভায় পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল ৷ গত কাল লোকসভায় ৩৩৪-১০৬ ভোটে সরকার জিতে গিয়েছে ৷ এবার নরেন্দ্র মোদি সরকারের লক্ষ্য বিলটি রাজ্যসভায় পাশ করানো ৷ আজ বুধবার রাজ্যসভায় দুপুর 2টো নাগাদ বিলটি পেশ করা হবে ৷ কংগ্রেসের তরফে ইতিমধ্যেই আজ সারাদেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ৷ দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের তরফে একটি চিঠিতে ধরনায় বসার কথা উল্লেখ করা হয়েছে ৷
এই বিলের প্রতিবাদে মঙ্গলবারও অসমের বিভিন্ন এলাকায় বনধ চলে । জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে । বন্ধ দোকানপাট । রাস্তায় নেমে পিকেটিং করছে বনধ সমর্থকরা ৷ ত্রিপুরায় বিক্ষোভ চলাকালীন রাস্তা অবরোধ করা হয় ৷ আটকে পড়ে অ্যাম্বুলেন্স ৷ হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে দু মাসের একটি শিশুর ৷ অবরোধ শুরু হয়েছে অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশেও ৷ ত্রিপুরায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে বিপ্লব দেব সরকার ৷ বন্ধ SMS পরিষেবাও ৷
রাজ্যসভার মোট আসন সংখ্যা 245 ৷ এর মধ্যে 5টি আসন ফাঁকা ৷ 240 ভোটের মধ্যে উচ্চ কক্ষে 'মেজোরিটি মার্ক' 121 ৷ অর্থাৎ সমর্থন চাই 121 জনের ৷ NDA-এর অন্যান্য শরিক দলগুলি অর্থাৎ AIAMDM, JDU, অকালি দলের 116 জন সদস্য রয়েছেন ৷ আশা করা যাচ্ছে তাতে আরও 14 জনের সমর্থন মিলবে ৷ ফলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 130-এ ৷
14 ভোটের মধ্যে রয়েছে শিবসেনার তিন সদস্য ৷ যদিও লোক সভায় বিল পেশে সহমত হলেও রাজ্যসভায় তারা BJP-র পাশে দাঁড়াবে কি না, তা নিশ্চিত নয় ৷ কারণ লোকসভায় তাদের সমর্থনের পরই মহারাষ্ট্রে জোটসঙ্গী কংগ্রেসের তরফে শিবসেনার কাছে বার্তা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর ৷ তাই সেনা সরে দাঁড়াতে পারে ৷ উদ্ধব ঠাকরে এবিষয়ে বলেছেন, স্পষ্টতা না থাকলে তাঁরা রাজ্যসভায় সমর্থন করবেন না BJP-কে ৷