দিল্লি, 10 জানুয়ারি : আজ থেকে দেশজুড়ে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন 2019 (CAA) ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে ৷ এই আইনে বলা হয়েছে, 2014-র আগে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ এই আইনের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চলছে ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "নাগরিকত্ব সংশোধনী আইন 2019 (2019-র 47)-এর সেকশন 1-র সাব সেকশন (2) দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার 10 জানুয়ারি, 2020 দিনটিকে নিয়োগ করছে ৷ এই তারিখ থেকে উক্ত আইনের বিধান কার্যকর হবে ৷"
9 ডিসেম্বর লোকসভায় ও 11 ডিসেম্বর রাজ্যসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল ৷ পরের দিন অর্থাৎ 12 ডিসেম্বর এই বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ বিল পরিণত হয় আইনে ৷
নাগরিকত্ব সংশোধনী আইন 2019 অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিশ্চান সম্প্রদায়ের যে সব মানুষ ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন, 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এদেশে আসা সেসব মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে ৷
এই আইনের বিরোধীরা বলছে, এই আইনের ফলে ভারত ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান করবে ৷ যা দেশের সংবিধানের মূল তত্ত্বগুলি লঙ্ঘন করবে ৷ এই আইনের প্রতিবাদে দেশজুড়ে চলতে থাকে আন্দোলন ৷ উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে চলতে থাকে বিক্ষোভ ৷
এরইমধ্যে আজ CAA লাগু নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷