পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

1885-2019 : একনজরে অযোধ্যা মামলা - অযোধ্যা মামলার রায় ঘোষণা

1885- 2019 ৷ অযোধ্যার জমি নিয়ে একাধিকবার মামলা হয়েছে নানা আদালতে ৷ তৈরি হয়েছে একাধিক জল্পনা ৷ একনজরে দেখে নেওয়া যাক অযোধ্যা মামলার ঘটনাক্রম ৷

ছবি

By

Published : Nov 9, 2019, 8:58 AM IST

দিল্লি, 9 নভেম্বর : দীর্ঘ জল্পনার অবসান ৷ আজ অযোধ্যা মামলার রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট । সকাল সাড়ে 10টা নাগাদ রায় ঘোষণা করার কথা শীর্ষ আদালতের । সমস্ত রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা জারি উত্তরপ্রদেশে ৷ 144 ধারা জারি একাধিক এলাকায় ৷ একনজরে দেখে নেওয়া যাক অযোধ্যা মামলার ঘটনাক্রম ৷

অযোধ্যা মামলার ঘটনাক্রম :

  • 1885 : প্রথমবার আদালতে ওঠে মামলাটি ৷ মহান্ত রঘুবীর দাস ফৈজাবাদ জেলা আদালতে মামলা করেন ৷ তাঁর আবেদন ছিল আদালত যেন বাবরি মসজিদ চত্বরের বাইরে একটি ছাউনি তৈরি করার অনুমতি দেয় ৷
  • 23 ডিসেম্বর, 1949 : মূল গম্বুজের নিচে প্রতিমা স্থাপনের পর থেকে ক্রমে সমস্যা বাড়তে থাকে ৷
  • 16 জানুয়ারি, 1950 : রাম লাল্লার পুজোর অধিকার চেয়ে ফৈজাবাদ জেলা আদালতে মামলা করেন গোপাল সিং বিশারদ ৷
  • 5 ডিসেম্বর, 1950 : পুজো জারি রাখার জন্য মহন্ত পরমহংস রামচন্দ্র দাস আবার মামলা করেন ৷
  • 17 ডিসেম্বর, 1959 : এবার এই ভূমির দখল চেয়ে আদালতের দ্বারস্থ হয় নির্মোহী আখাড়া ৷
  • 18 ডিসেম্বর, 1961 : উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড এবার ওই জায়গার মালিকানা দাবি করে মামলা দায়ের করে ৷
  • 1 জুলাই, 1989 : রাম লাল্লা বিরাজমান সংগঠনের তরফে পঞ্চম মামলাটি করা হয় ৷
  • এপ্রিল, 2002 : জায়গার মালিকানা নির্ধারণ নিয়ে হাইকোর্টের তিন বিচারপতি মামলাটি শোনা শুরু করেন ৷
  • 30 সেপ্টেম্বর, 2010 : এবার রায় দেয় এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ ৷ এই রায়ে জানানো হয়, রাম লাল্লা, সুন্নি ওয়াকফ বোর্ড এবং নির্মোহী আখাড়ার মধ্যে এই জমিকে তিনভাগে ভাগ করে দেওয়া হবে ৷
  • 9 মে, 2011 : এলাহাবাদ হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট ৷
  • 21মার্চ, 2017 : সুপ্রিম কোর্ট পরামর্শ দেয়, বিষয়টি আদালতের বাইরে রেখে নিজেদের মধ্যে যেন সমঝোতা করে সংগঠনগুলি ৷
  • 5 ডিসেম্বর, 2017 : 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে বিষয়টির দেওয়ানি আপিল শোনার সিদ্ধান্ত জানায় সুপ্রিম কোর্ট ৷
  • 8 ফেব্রুয়ারি, 2018 : সুপ্রিম কোর্ট বলে, অযোধ্যার বিষয়টিকে যেন শুধুমাত্র একটি জমি সংক্রান্ত সমস্যা হিসেবে দেখে সংগঠনগুলি ৷
  • 9 মে, 2019 : তিন সদস্যের মধ্যস্থতা প্যানেল সুপ্রিম কোর্টে প্রতিবেদন জমা দেয় ৷
  • 16 অক্টোবর, 2019 : অযোধ্যা মামলার রায়দান স্থগিত রাখল সর্বোচ্চ আদালত ৷

ABOUT THE AUTHOR

...view details