দিল্লি, 21 মার্চ : 'চৌকিদারই চোর' বিরোধীদের এই স্লোগানকে পালটা তাঁদের বিরুদ্ধেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'আমিও চৌকিদার' প্রচার অভিযানের মাধ্যমে পরোক্ষভাবে বিরোধীদের এই আক্রমণকেই 'গয়না' বানিয়ে দেশবাসীর সামনে তুলে ধরেন তিনি। "বিরোধীদের 'চৌকিদারই চোর' স্লোগান দেশের সমস্ত চৌকিদারদের কাছে অপমানজনক। আমার বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে বিরোধীরা আপনাদেরও অপমান করছে। আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাকে আক্রমণ করতে যে ভাষা বিরোধীরা ব্যবহার করছে সেটা আপনাদের পেশাকে কলঙ্কিত করছে। বিরোধীরা বলছে "চৌকিদারই চোর", অর্থাৎ যাঁদের কাঁধে নিরাপত্তার গুরুদায়িত্ব তাঁরাই নাকি চোর।" গতকাল নিরাপত্তারক্ষীদের সঙ্গে একটি অডিও কনফারেন্সে এমনই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী তাঁর টুইটার হ্যান্ডেলে নিজের নামের পাশে 'চৌকিদার' শব্দটি জুড়েছেন। আর তারপরই BJP-র সব নেতা-মন্ত্রী থেকে শুরু করে দলীয় কর্মী-সমর্থকরা নিজেদের 'চৌকিদার' বলতে শুরু করেন। 'আমিও চৌকিদার' BJP-র এই প্রচার অভিযানের কথা উল্লেখ করে নিরাপত্তারক্ষীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েকদিন ধরে দেশে এমন কী বিদেশেও আপনারাই টেলিভিশন বা সোশাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। আজ সমস্ত দেশবাসী বলছেন 'আমিও চৌকিদার'। এই স্লোগান এখন সারাদেশে ব্যাপকভাবে চর্চিত।"