পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গুজরাতের ওয়াটার প্ল্যান্টে ক্লোরিন গ্যাস লিক - গুজরাতে ক্লোরিন গ্যাস লিক

ওই ওয়াটার প্ল্যান্টের মধ্যে প্রায় 60 কেজি ক্লোরিন রয়েছে বলে জানা গেছে । লিক হওয়ার পর ওয়াটার প্ল্যান্টের নিকটবর্তী দু'টি গ্রামের বাসিন্দারাও এই গ্যাসের প্রভাবে অসুস্থবোধ করতে শুরু করেছে ।

ছবি
ছবি

By

Published : Sep 4, 2020, 11:19 AM IST

Updated : Sep 4, 2020, 11:51 AM IST

আরাভাল্লি (গুজরাত), 4 সেপ্টেম্বর : গুজরাতের দেবনি মোরিতে জুত পানি পুর্বত ওয়াটার প্ল্যান্টে ক্লোরিন গ্যাস লিক । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় দমকলের কয়েকটি ইঞ্জিন । এর মাঝেই দমকলের এক চালক অসুস্থ হয়ে পড়েন । তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছ ।

গুজরাতের দেবনি মোরিতে জুত পানি পুর্বত যোজনার অধীনে একটি ওয়াটার প্ল্যান্ট রয়েছে । আজ সকালে সেখান থেকেই ক্লোরিন গ্যাস লিক হওয়ার খবর পাওয়া যায় । ওই ওয়াটার প্ল্যান্টের মধ্যে প্রায় 60 কেজি ক্লোরিন রয়েছে বলে জানা গেছে । লিক হওয়ার পর ওয়াটার প্ল্যান্টের নিকটবর্তী দু'টি গ্রামের বাসিন্দারাও এই গ্যাসের ফলে অসুস্থবোধ করতে শুরু করেছেন । তাঁদের শ্বাসকষ্ট ও কাশি শুরু হয়েছে ।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল ।

Last Updated : Sep 4, 2020, 11:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details