পাটনা, 27 অক্টোবর : দুর্নীতি প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করলেন LJP নেতা চিরাগ পাসওয়ান । সাত নিশ্চয় স্কিমের দুর্নীতি নিয়ে আক্রমণ করেন তিনি।
দুর্নীতির অভিযোগ তুলে নীতীশকে আক্রমণ চিরাগের - 7 নিশ্চয় স্কিম প্রসঙ্গে নীতিশ কুমারকে কটাক্ষ চিরাগ পাসওয়ানের
পটনায় এক সাংবাদিক বৈঠকে নীতীশ কুমারকে আক্রমণ করেন চিরাগ পাসওয়ান ।
চিরাগ বলেন, “সাত নিশ্চয় সবথেকে বড় দুর্নীতি । অনেকেই বলেছেন এই স্কিম থেকে 40 শতাংশ লাভবান হয়েছে সাধারণ মানুষ । কিন্তু আমি এর উলটো ছবিটা দেখেছি । এই যদি পরিস্থিতি হয় তাহলে এর তদন্ত কেন হবে না ? যদি মুখ্যমন্ত্রী কোনও ভুল না করে থাকেন তাহলে তিনি ভয় পাচ্ছেন কেন?” লালুপ্রসাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যদি আপনি দুর্নীতিগ্রস্ত হন তাহলে আপনাকে জেলে যেতে হবে ।” পাশাপাশি তিনি বলেন, “বিহারে মদ বিক্রি বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যর্থ ।” তাঁঁর দাবি, “রাজ্যের ঘরে ঘরে মদ ডেলিভারি করা হয় । এর আগে মদ বিক্রি থেকে সরকারের কোষাগারে রাজস্ব আসত । আর এখন বেআইনিভাবে মদ বিক্রি হচ্ছে । কারা পাচারকারীদের আড়াল করছেন । আর কারা এর থেকে লাভ করছেন । রাজস্ব কোথায় যাচ্ছে? মুখ্যমন্ত্রী আপনার পকেটের যাচ্ছে কি?”
সম্প্রতি চিরাগের উদ্দেশে JDU-র সঞ্জয় ঝা বলেন, “অন্যের কথায় নাচেন চিরাগ ।” সেই প্রসঙ্গে LJP প্রধান বলেন, তাঁঁকে এই ধরনের মন্তব্য করা মানে প্রধানমন্ত্রীকে অপমান করা । কারণ তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছেন ।