পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

LAC : ফের একবার লাঠি-ছোরা নিয়ে চিনা সেনা ? - Chinese soldiers armed with stick-machetes

যে ছবিটি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে চিনের সেনা জওয়ানরা হাতে লাঠি-ছোরা নিয়ে দাঁড়িয়ে আছে । কারও কারও পিঠে রাইফেলও রয়েছে ।

Line of Actual Control
ছবি সৌজন্যে : ANI

By

Published : Sep 8, 2020, 11:03 PM IST

লেহ, 8 সেপ্টেম্বর : প্রকৃত নিয়ন্ত্রণরেখা ফের শক্তি বাড়াচ্ছে চিনা সেনা । ভারত-চিন সীমান্তে চলতে থাকা উত্তেজনার পরিস্থিতির মধ্যেই আজ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েন করা হয়েছে চিনা সেনা । হাতে লাঠি-ছোরা ।

এই সংক্রান্ত একটি ছবিও সামনে এসেছে । তাতে দেখা যাচ্ছে চিনের সেনা জওয়ানরা হাতে লাঠি-ছোরা নিয়ে দাঁড়িয়ে আছে । কারও কারও পিঠে রাইফেলও রয়েছে । ভারতীয় সেনা সূত্রে খবর, যেহেতু চিনের সেনা জওয়ানরা লাঠি-ছোরা নিয়ে রয়েছে, তাই ভারতীয় সেনা তাদের বেশি কাছে আসতে দিচ্ছে না । নাহলে, যে কোনও মুহূর্তে ফের একবার গালওয়ান উপত্যকার মতো রক্তাক্ত সংঘর্ষ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

লাদাখের গালওয়ান উপত্যকায় যে সংঘর্ষ হয়েছিল, তাতে শহিদ হয়েছিলেন 20 জন ভারতীয় জওয়ান । সংবাদমাধ্যমের একাংশের প্রকাশ, পেরেক লাগানো রড দিয়ে তাঁদের প্রহার করেছিল চিনের সেনা । সেই সংক্রান্ত একটি ছবিও সামনে এসেছিল সে-সময় ।

আরও পড়ুন :পেরেক লাগানো রড দিয়ে মারা হয়েছিল জওয়ানদের ?

ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল অজয় শুক্লা টুইটারে সেই পেরেক গাঁথা রডের ছবি দিয়ে কড়া ভাষায় নিন্দা করেছিলেন চিনের সেনার এই বর্বোরোচিত কাজের । টুইটারে তিনি লিখেছিলেন, "এই ধরনের কাজ ঠগের, জওয়ানের নয় ।"

1993 সাল থেকে এখনও পর্যন্ত বেশ ভারত-চিন সীমান্ত নিয়ে সামরিক স্তরে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে । 1996 সাল ও 2005 সালের সীমান্ত চুক্তি অনুসারে সীমান্তে সংঘর্ষের সময়ে অস্ত্রের ব্যবহার করা চুক্তিবিরুদ্ধ । চুক্তি অনুসারে প্রথাগত যুদ্ধে ব্যবহার হয় এমন কোনও অস্ত্র সীমান্ত সংঘর্ষে ব্যবহার করতে পারবে না কোনও পক্ষই । এটাই দীর্ঘদিন ধরে চলে আসা সীমান্ত চুক্তি । আর এই কারণেই প্রথাগত সামরিক অস্ত্রের বদলে চিনের সেনা ব্যবহার পেরেক লাগানো রড ব্যবহার করেছিল বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল । এবার সেনা সূত্রে যে ছবি সামনে এসেছে, তা আরও একবার চিন্তা বাড়াচ্ছে বলেই মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা ।

ABOUT THE AUTHOR

...view details