দিল্লি, 9 জানুয়ারি : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় সীমানার মধ্যে প্রবেশ করল এক চিনা সেনা । তাঁকে নিজেদের হেপাজতে নিয়েছে ভারতীয় সেনা । পিপলস লিবারেশন আর্মির ওই সেনা ঠিক কী কারণে সীমানা লঙ্ঘন করে ভারতের ভূমিতে প্রবেশ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে ।
ভারতীয় সেনার আধিকারিক জানান, "8 জানুয়ারি লাদাখের প্যাংগং সো লেকের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে এক পিএলএ সেনা । তাঁকে ভারতীয় সেনা হেপাজতে নিয়েছে ।" এই নিয়ে দ্বিতীয়বার সীমান্ত পার করে চিনা সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করল । গত বছর অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল । সেবার লাদাখের দেমচক সেক্টরে ওয়াং ইয়া লং নামে এক পিএলএ সেনা ভারতীয় সেনার হাতে ধরা পড়ে । পরে অবশ্য তাঁকে দেশে ফেরত পাঠানো হয় ।