দিল্লি, 16 জুন : "লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিনের সংঘর্ষে 5 চিনা সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও 11 জন।" টুইট করে এমনই তথ্য দিয়েছিলেন চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমের সিনিয়র রিপোর্টার। এরপর ওই সংবাদপত্র থেকে আরও একটি টুইট করে জানানো হয় এখনও পর্যন্ত সরকারিভাবে হতাহতের সঠিক তথ্য সামনে আসেনি।
গ্লোবাল টাইমসের চিফ এডিটর টুইট করে জানান, "গালওয়ান উপত্যকার সংঘর্ষে চিনের দিক থেকেও হতাহতের খবর রয়েছে। আমি ভারতকে বলতে চাই, অহংকারী হবেন না, চিনকে দুর্বল ভাববেন না।"
ভারত নিশ্চিত করেছে, গালওয়ান উপত্যকার চিন-ভারত সংঘর্ষে ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই জওয়ান শহিদ হয়েছেন। পরে সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গুরুতর জখম হয়েছিলেন 17 জওয়ান ৷ অতিরিক্ত ঠান্ডার কারণে তাঁদের মৃত্যু হয়েছে ৷ সবমিলিয়ে মৃতের সংখ্যা 20 । সেনা সূত্রে খবর, সংঘর্ষে গুলি বর্ষণ হয়নি। পাথর এবং রড নিয়ে মারামারিতেই প্রাণহানির ঘটনা ঘটেছে।