পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইউহানের ল্যাব থেকেই ছড়িয়েছিল কোরোনা, দাবি চিনা বিজ্ঞানীর - coronavirus outbreak

চিনের ওই বিজ্ঞানী বর্তমানে অ্যামেরিকায় রয়েছেন । তাঁর দাবি, কোরোনা ভাইরাসের চিন থেকে ছড়িয়ে পড়ার স্বপক্ষে প্রমাণ পেশ করবেন তিনি ।

chinese scientist claimed that coronavirus spread from wuhan lab
চিনা বিজ্ঞানীর দাবি, ইউহানের ল্যাব থেকে ছড়িয়েছিল কোরোনা ভাইরাস

By

Published : Sep 15, 2020, 9:46 AM IST

Updated : Sep 15, 2020, 10:06 AM IST

দিল্লি, 15 সেপ্টেম্বর : কোরোনা ভাইরাস চিনের ইউহানের ল্যাব থেকে ছড়িয়েছে । এক ভিডিয়ো বার্তায় বিস্ফোরক দাবি করলেন চিনা বিজ্ঞানী । নিজের দাবির স্বপক্ষে বৈজ্ঞানিক প্রমাণও দিয়েছেন ওই বিজ্ঞানী ।

ব্রিটেনের জনপ্রিয় টক শো "লুজ় উইমেন"-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিজ্ঞানী লি-মেং ইয়ান বলেন, "ইউহানে নতুন ধরনের নিউমোনিয়ার বিষয়ে গবেষণার জন্য বলা হয় আমাকে । গবেষণার সময় আমি কোরোনা ভাইরাস সম্পর্কে জানতে পারি ।" হংকং স্কুল অফ পাবলিক হেলথ থেকে ভাইরোলজি ও ইমিউনোলজি নিয়ে পাশ করেছেন লি-মেং । তিনি দাবি করেন, গত বছর ডিসেম্বরে এবং চলতি বছরের জানুয়ারিতে নিউমোনিয়ার উপর নতুন দু'টি গবেষণা চালান । এরপর তিনি হংকং থেকে অ্যামেরিকায় চলে যান । তিনি জানান, "আমার সুপারভাইজ়রকে এই বিষয়ে রিপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিই । আমার সুপারভাইজ়র WHO-র পরামর্শদাতা । কিন্তু এই বিষয়ে আমাকে তাঁরা কোনও উত্তর দেননি । আমাকে এই বিষয়ে চুপ থাকতে বলা হয় । আর তা না করলে আমাকে অপহরণের হুমকি দেওয়া হয় ।"

কোরোনা ভাইরাসের তীব্রতা সম্পর্কে চিন ও WHO-র রাকঢাক নিয়ে বারবার প্রশ্ন তুলেছে অ্যামেরিকা ও অন্যান্য দেশ । লি-মেং বলেন, "আমি চিনের এক জনপ্রিয় ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম । চিনের কমিউনিস্ট পার্টি পুরো বিষয়টি চেপে যেতে চাইছিল ।" তাঁর আরও অভিযোগ, ইউহানে চিন সরকার পরিচালিত ল্যাব থেকেই কোরোনা ভাইরাস ছড়িয়েছে । এটি প্রকৃতি থেকে জন্ম নেয়নি । চিনের সেনা ইনস্টিটিউট কিছু বিপজ্জনক ভাইরাস আবিষ্কার করেছিল । সেগুলি হল CC45 ও ZXC41 । কিন্তু ল্যাবের নবীকরণের পর ওই ভাইরাসগুলি নভেল কোরোনা ভাইরাসে পরিণত হয় ।

এই বিষয়ে বৈজ্ঞানিক কোনও প্রমাণ আছে কি না প্রশ্ন করা হলে লি-মেং জানান, এসবই সত্যি । কিন্তু সবটাই চেপে রাখা হয়েছে । পাশাপাশি তিনি জানান, বিশ্বের নামকরা বিজ্ঞানীদের কয়েকজনকে নিয়ে কোরোনা ভাইরাস সম্পর্কিত বৈজ্ঞানিক রিপোর্ট তৈরি করছেন । দ্রুত এই নিয়ে তিনি জার্নাল প্রকাশ করবেন । আর তাতেই নাকি প্রমাণ হবে যে, নভেল কোরোনা ভাইরাস কতটা বিপজ্জনক । হংকং থেকে অ্যামেরিকায় যাওয়ার পর নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত ছিলেন কি? প্রশ্নের উত্তরে লি-মেং জানান, "খুব ভয় লাগছিল । কিন্তু আমি একজন চিকিৎসক । আমি এটা হতে দিতে পারি না । বিশ্বকে যদি এই বিষয়ে না জানাতে পারি, তাহলে আফসোস করতে হবে । "

Last Updated : Sep 15, 2020, 10:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details