পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য হাতানোর চেষ্টা, দিল্লিতে ধৃত চিনা মহিলা - Delhi Police

মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক সাংবাদিকের থেকে প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য নেওয়া হচ্ছিল । দিল্লি পুলিশের হাতে ধৃত এক চিনা মহিলা ও তাঁর নেপালি সঙ্গী ।

Delhi Police
ধৃত চিনা মহিলা

By

Published : Sep 19, 2020, 6:00 PM IST

Updated : Sep 19, 2020, 6:20 PM IST

দিল্লি, 19 সেপ্টেম্বর : গুপ্তচর সন্দেহে পুলিশের জালে ধৃত এক চিনা মহিলা ও তাঁর নেপালি সঙ্গী । দিল্লি পুলিশের বিশেষ দলের হাতে ধরা পড়ে ওই দু'জন । নাম জড়িয়েছে এক ভারতীয় সাংবাদিকেরও । মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজীব শর্মা নামে ওই সাংবাদিক ধৃতদের প্রতিরক্ষা বিষয়ক গোপন তথ্য দিত বলে জানা গেছে । সেই তথ্য চিনা গুপ্তচর সংস্থার হাতে পাঠানো হত বলে অভিযোগ ।

প্রতিরক্ষা বিষয়ক গোপন তথ্য চিনের কাছে ফাঁস করার অভিযোগে দিল্লি পুলিশের বিশেষ দল সাংবাদিক রাজীব শর্মাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে । একাধিক সংস্থার মাধ্যমে হাতবদল হয়ে ওই বিশাল অঙ্কের টাকা পৌঁছাত রাজীব সিনহার হাতে ।

সংবাদসংস্থা PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের থেকে প্রচুর মোবাইল ফোন, ল্যাপটপ ও বেশ কিছু গোপন তথ্য পাওয়া গেছে, যা তথ্য লেনদেনের সময়ে ব্যবহার হয়েছে ।

আরও পড়ুন :LAC : ফের একবার লাঠি-ছোরা নিয়ে চিনা সেনা ?

গতকালই ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে । তাঁর থেকে প্রতিরক্ষা বিষয়ক বেশ কিছু গোপন নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ । তাঁর বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের মামলা রুজু করা হয়েছে ।

পূর্ব লাদাখে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনার পরিস্থিতি এখনও অব্যাহত । কূটনৈতিক স্তরে ও কর্পস কমান্ডার স্তরে একাধিক বৈঠকের পরেও মেলেনি রফাসূত্র । সম্প্রতি, পূর্ব লাদাখের প্যানগং লেকের উত্তরে ফিঙ্গার এলাকার আরও চিনা সেনা আরও জওয়ান মোতায়েন করা শুরু করেছে বলে খবর সামনে এসেছিল ৷ এবার দিল্লি পুলিশের হাতে চিনা গুপ্তচর সন্দেহে ধৃতকে নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা ।

আরও পড়ুন :প্যানগং লেকের উত্তরে সেনা মোতায়েন শুরু চিনের

Last Updated : Sep 19, 2020, 6:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details