দিল্লি, 10জুন : চিন-ভারত দ্বন্দ্ব নিয়ে আবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । এইবারই প্রথম নয়, এর আগেও রাহুলের কথায় বারবার লাদাখে চিন-ভারত পরিস্থিতির কথা উঠে এসেছে । আজ আবার সেই বিষয় নিয়ে সরব হয়েছেন রাহুল । মূলত, এই বিষয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সীমান্ত দ্বন্দ্ব নিয়ে চুপ এবং প্রায় অদৃশ্য হয়ে গিয়েছেন বলে অভিযোগের তির ছোড়েন রাহুল ।
আজ রাহুল টুইটারে চিন-ভারত সীমান্ত দ্বন্দ্ব নিয়ে আবার সরব হন । টুইটে তিনি লেখেন, “চিনা সেনারা আমাদের দেশে প্রবেশ করেছে এবং লাদাখে আমাদের অঞ্চল দখল করেছে । এই সময় প্রধানমন্ত্রী একদম নিশ্চুপ এবং সংশ্লিষ্ট দৃশ্য থেকে অদৃশ্য হয়ে গিয়েছেন ।”
না, তবেই এটা প্রথমবার নয় । এর আগেও চিন-ভারত সীমন্ত পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন রাহুল । কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছেন । দেশের মানুষকে চিন-ভারত পরিস্থিতি নিয়ে আসল তথ্য জানানোর কথাও বলেছিলেন তিনি ।