পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"প্রধানমন্ত্রী এই সময় অদৃশ্য", চিন-ভারত পরিস্থিতি নিয়ে আবার আক্রমণ রাহুলের - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সীমান্ত দ্বন্দ্ব নিয়ে চুপ

চিন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আবার সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী এই সময় একদম চুপ । এবং অদৃশ্য হয়ে গিয়েছেন ।

rahul
rahul

By

Published : Jun 10, 2020, 1:09 PM IST

দিল্লি, 10জুন : চিন-ভারত দ্বন্দ্ব নিয়ে আবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । এইবারই প্রথম নয়, এর আগেও রাহুলের কথায় বারবার লাদাখে চিন-ভারত পরিস্থিতির কথা উঠে এসেছে । আজ আবার সেই বিষয় নিয়ে সরব হয়েছেন রাহুল । মূলত, এই বিষয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সীমান্ত দ্বন্দ্ব নিয়ে চুপ এবং প্রায় অদৃশ্য হয়ে গিয়েছেন বলে অভিযোগের তির ছোড়েন রাহুল ।

আজ রাহুল টুইটারে চিন-ভারত সীমান্ত দ্বন্দ্ব নিয়ে আবার সরব হন । টুইটে তিনি লেখেন, “চিনা সেনারা আমাদের দেশে প্রবেশ করেছে এবং লাদাখে আমাদের অঞ্চল দখল করেছে । এই সময় প্রধানমন্ত্রী একদম নিশ্চুপ এবং সংশ্লিষ্ট দৃশ্য থেকে অদৃশ্য হয়ে গিয়েছেন ।”

না, তবেই এটা প্রথমবার নয় । এর আগেও চিন-ভারত সীমন্ত পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন রাহুল । কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছেন । দেশের মানুষকে চিন-ভারত পরিস্থিতি নিয়ে আসল তথ্য জানানোর কথাও বলেছিলেন তিনি ।

গতকালও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর উদ্দেশে চিন-ভারত সীমান্ত পরিস্থিতির বিষয়ে প্রশ্ন করেন রাহুল গান্ধি । টুইট করে তিনি জানতে চান, চিন কি ইতিমধ্যেই লাদাখে প্রবেশ করে ভারতের অঞ্চল দখল করেছে । যদি তাই হয় তবে সেই বিষয়ে স্পষ্ট জানাক প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।

29মে এবং 3জুন সাংবাদিক বৈঠকেও এই বিষয়ে প্রশ্ন তুলে কেন্দ্রকে আক্রমণ করেছিলেন রাহুল ।

5মে থেকে লাদাখে চিন-ভারত সীমান্তে দুই দেশের সেনার মধ্যে দ্বন্দ্ব বেধেছে । দুই পক্ষ থেকেই সামরিক এবং প্রশাসনিক স্তরে একাধিকবার আলোচনা হয়েছে । সমস্যা সমাধানের জন্য বাক্য আদান-প্রদানও হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details