পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আমরা সীমান্তে আর সংঘর্ষ চাই না : চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র - চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র টুইট

আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বললেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান ।

China
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র

By

Published : Jun 18, 2020, 3:11 AM IST

দিল্লি , 17 জুন : লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে চিনের সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন 20 ভারতীয় জওয়ান । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার সকালে ভারতীয় এবং চিনা সেনার মধ্যে একটি বৈঠকও হয় । এরপরই আজ এই সংঘর্ষ প্রসঙ্গে মুখ খুললেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান । তিনি টুইট করে লেখেন " আমরা আর সংঘর্ষ চাই না ।"

তিনি সংঘর্ষ প্রসঙ্গে আরও দুটি টুইট করেন । আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা উল্লেখ করে তিনি টুইটে লেখেন , " আমরা ভারতকে তার সম্মুখ বাহিনীকে কঠোরভাবে শৃঙ্খলাবদ্ধ করতে এবং উস্কানিমূলক কার্যকলাপ বন্ধ করতে অনুরোধ করছি । চিনের সঙ্গে কাজ করতে বলছি । আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে আহ্বান করছি । "

তিনি আরও একটি টুইট করে লেখেন " সামরিক ও কূটনৈতিকস্তরে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে । কোনটা ঠিক কোনটা ভুল তা স্পষ্ট । যেটা ঘটেছে তা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে চিনের সীমান্তের মধ্যে ঘটেছে । এর জন্য চিনকে দোষ দেওয়া যায় না ।"

উল্লেখ্য , লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের সংঘর্ষকে ঘিরে শহিদ হন ভারতীয় সেনার তিনজন ৷ গুরুতর জখম হয়েছিলেন 17 জন ৷ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ঠান্ডার কারণে ওই জখম 17 জনের মৃত্যু হয়েছে ৷

পূর্ব লাদাখের প্যাঙ্গং Tso, গালওয়ান ভ্যালি, ডেমচক ও দাউলাত বেগ ওলডিতে বিগত কয়েক সপ্তাহ ধরেই ভারত-চিনা সেনার মধ্যে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল ৷ চিনা সেনার কয়েকজন কর্মী প্যাঙ্গং Tso-র মতো বেশ কিছু জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে শোনা যায় ৷ পরে শোনা যায়, পূর্ব লাদাখের এই এলাকাগুলি থেকে চিনা সেনারা সরে গিয়েছিল ৷ ভারতের তরফেও সেনাবাহিনী ও যুদ্ধযান সরিয়ে নেওয়া হয়েছিল ৷ তার মধ্যেই দীর্ঘ 45 বছর পর ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় রক্তপাত ৷

ABOUT THE AUTHOR

...view details