দিল্লি , 26 সেপ্টেম্বর : লাদাখ সীমান্তে উত্তেজনার মাঝেই ভারত বিরোধী কার্যকলাপ জারি চিনের ৷ গোয়েন্দাদের রিপোর্ট উল্লেখ করে একটি সরকারি সূত্রে জানানো হয়েছে , ভারত বিরোধী কার্যকলাপ বাড়িয়ে তোলার জন্য পাকিস্তানকে জম্মু ও কাশ্মীরে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলা বারুদ পাঠানোর নির্দেশ দিচ্ছে চিন ৷ এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-কে নির্দেশ দেওয়া হয়েছে ৷ সম্প্রতি সীমান্ত অঞ্চলে ভারতীয় নিরাপত্তাবাহিনী যেসব অস্ত্র উদ্ধার করেছে তার ভিত্তিতে এই দাবি করেছে ভারতীয় গোয়েন্দা বিভাগ ৷ শুধু তাই নয়, যে অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে সেগুলির মধ্যে বেশিরভাগেই চিনের মার্ক রয়েছে ৷
একটি রিপোর্টে বলা হয়েছে, হিংসা বাড়ানোর জন্য পাকিস্তান জঙ্গি বা অস্ত্র কোনওটাই পাঠাতে পারছে না । শীতকাল শুরু হওয়ার আগেই কাশ্মীরের বেশিরভাগ অঞ্চলে অস্ত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই রিপোর্টের পর থেকে ভারতীয় নিরাপত্তাবাহিনী বাহিনী নিয়ন্ত্রণরেখা বা LoC বরাবর অনুপ্রবেশবিরোধী গ্রিডকে আরও শক্তিশালী করেছে । সেনা প্রধান এম এম নারাভানে থেকে শুরু করে BSF প্রধান রাকেশ আস্থানা এবং CRPF প্রধান এ পি মহেশ্বরী- সকলেই পরিস্থিতি পর্যালোচনা করতে এবং সরকারকে তাঁদের মতামত জানাতে গত 10 দিন ধরে জম্মু ও কাশ্মীর সফর করেছেন ।