পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নেপাল সীমানা লঙ্ঘন করে রাস্তা তৈরি করছে চিন - Nepal-chaina relation

নেপাল সরকারের তরফে আশঙ্কা করা হচ্ছে, ওই জায়গায় আউটপোস্ট বসাতে পারে চিন সেনা।

China using road construction to encroach on Nepali land
China using road construction to encroach on Nepali land

By

Published : Jun 24, 2020, 1:02 AM IST

কাঠমান্ডু, 24 জুন : নেপাল সীমানায় প্রবেশ করে তিব্বতের দিকে রাস্তা বাড়াচ্ছে চিন। একটি সংবাদ সংস্থা সূত্রের খবর, ভবিষ্যতে সেখানে আউটপোস্ট বসাতে পারে চিন। এমন আশঙ্কা করা হচ্ছে নেপাল সরকারের তরফেও।

একটি রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, তিব্বতের দিকে রাস্তা বাড়ানোর কাজ করছে চিন। মোট 11 জায়গা দিয়ে রাস্তা বাড়ানোর কাজ শুরু হয়েছে। যার মধ্যে 10টি জায়গায় কমপক্ষে 33 হেক্টর জমি রয়েছে নেপালের। নেপালের সীমানা লঙ্ঘন করে ওই জমি দখল করে রাস্তা তৈরির কাজ করছে চিন। নেপাল সরকারের তরফে আশঙ্কা করা হচ্ছে, ভবিষ্যতে সেখানে আউটপোস্ট বসাতে পারে চিন সেনা।

তিব্বতের দিকে চিন রাস্তার কাজ করায় বেশ কয়েকটি নদী ও উপনদীর গতিপথ পরিবর্তন হয়েছে৷ পথ পরিবর্তন করে ধীরে ধীরে নেপাল সীমানার দিকে এগোচ্ছে সেগুলি। ফলে, নেপালের বেশ কিছু অংশ ধীরে ধীরে কমে যাচ্ছে। আর কিছুদিন যদি এভাবে নদী ও উপনদীগুলি পথ পরিবর্তন করতে থাকে তাহলে নেপালের অনেক অংশ তিব্বতের দিকে চলে যাবে। এমনটাই খবর একটি সংবাদসংস্থা সূত্রে৷ এদিকে নেপালের 11 হেক্টর জমি তিব্বতে পড়ছে৷ এই দাবি করে ওই জমি চেয়ে বসেছে চিন৷ প্রসঙ্গত, সাম্প্রতিককালে চিন তার সীমান্তবর্তী অধিকাংশ দেশের দিকে আগ্রাসন নীতি নিয়ে চলছে৷ লাদাখেও সম্প্রতি ভারত-চিন সেনার সংঘর্ষ হয়৷ তাতে শহিদ হন 20 জন ভারতীয় জওয়ান৷

এর পাশাপাশি হংকংয়ের উপর নিয়ন্ত্রণ আনতে হংকং সিকিউরিটি ল নামে নতুন আইন এনেছে চিন৷

ABOUT THE AUTHOR

...view details