পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্যানগং লেকের উত্তরে সেনা মোতায়েন শুরু চিনের

7 সেপ্টেম্বর প্যানগং লেকের দক্ষিণে দুই পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের পরেই সেনা মোতায়েন করতে শুরু করে PLA ৷ সরকারি সূত্র বলছে , এই মুহূর্তে উভয় পক্ষের সেনা একে অপরের থেকে অল্প দূরত্বে রয়েছে ৷ ভারতীয় সেনা তাদের কর্মকাণ্ডে গভীর নজর রাখছে ৷

প্যানগং লেকে সেনা মোতায়েন চিনের
প্যানগং লেকে সেনা মোতায়েন চিনের

By

Published : Sep 9, 2020, 6:11 PM IST

দিল্লি , 9 সেপ্টেম্বর : পূর্ব লাদাখের প্যানগং লেকের উত্তরে ফিঙ্গার এলাকার আরও সেনা মোতায়েন করা শুরু করল চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA) ৷ সূত্রের খবর এমনটাই ৷ 7 সেপ্টেম্বর প্যানগং লেকের দক্ষিণে দুই পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের পরেই সেনা মোতায়েন করতে শুরু করে PLA ৷

মঙ্গলবার সন্ধ্যে থেকে পিপলস লিবারেশন আর্মি সেনা মোতায়েন আরও বাড়তে শুরু করে এবং তারা আরও উপকরণ ও রসদ সরবরাহ করছে। উল্লেখ্য , গতকাল একটি ছবি সামনে এসেছে । তাতে দেখা যাচ্ছে চিনের সেনা জওয়ানরা হাতে লাঠি-ছোরা নিয়ে দাঁড়িয়ে আছে । কারও কারও পিঠে রাইফেলও রয়েছে । সরকারি সূত্র বলছে , এই মুহূর্তে উভয় পক্ষের সেনা একে অপরের থেকে অল্প দূরত্বে রয়েছে ৷ ভারতীয় সেনা তাদের কর্মকাণ্ডে গভীর নজর রাখছে ৷

মাস কয়েক আগেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাকে লক্ষ করে হামলা চালিয়েছিল চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA) । ঘটনায় শহিদ হন 20 জন জওয়ান ৷ সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই জবাব দিয়েছিল ভারতীয় সেনা । ভারতীয় সেনার পালটা হামলায় প্রাণ হারিয়েছিলেন চল্লিশের বেশি চিনা সেনা । এরপরেও 7 সেপ্টেম্বর ফের উতপ্ত হয়ে ওঠে লাদাখ ৷ রাত থেকেই দুই পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চলে । চিনা আর্মির হামলার সঠিক জবাব দিয়েছে ভারত । যদিও চিনের দাবি, ভারতের তরফ থেকেই প্রথম হামলা চালানো হয় । যদিও চিনের এই অভিযোগ উড়িয়ে ভারতীয় সেনার দাবি, বিনা প্ররোচনায় চিনা আর্মি গুলি চালাতে শুরু করে । যেভাবে মাস কয়েক আগে ভারতীয় সেনার উপর হামলা চালিয়ে ছিল চিন, সেভাবেই তারা হামলার পরিকল্পনা করেছিল । কিন্তু, ভারতীয় সেনা দক্ষতার সঙ্গে তাদের মোকাবিলা করে ।

এই ঘটনার পর থেকে প্যানগং-এর উত্তরে সেনা মোতায়েন শুরু করেছে চিনা আর্মি ৷

ABOUT THE AUTHOR

...view details