দিল্লি, 30 জুন : দেশের সুরক্ষা ও তথ্য ফাঁস রুখতে 59টি চিনা অ্যাপকে গতকালই নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার ৷ চাপে পড়ে আজই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল চিন ৷ চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র জ়াও লিজিয়ান বলেন, "চিন খুবই চিন্তিত ৷ পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ৷ চিনসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বৈধ অধিকারের অনুমোদন দেওয়ার দায়িত্ব ভারত সরকারের ৷"
এই মাসের শুরু থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতির অবনতি হচ্ছিল ৷ ভারত-চিন সংঘর্ষে শহিদ হন 20জন ভারতীয় সেনাকর্মী ৷ তারপরই আলোচনা চলতে থাকে দুই দেশের মধ্যে ৷ ভারতীয়রা চিনা পণ্য বয়কটের দাবি জানাতে থাকে ৷ চিনের সঙ্গে বিভিন্ন চুক্তিও বাতিল করে ভারত সরকার ৷ এরপর গতকালই টিকটক, উইচ্যাটের মতো 59টি চিনা অ্যাপ দেশে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র ৷ তারপরই গুগল ও অ্যাপল সংস্থার তরফে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে এই অ্যাপগুলিকে সরিয়ে দেওয়া হয় ৷