পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিনের প্রেসিডেন্টের ভারত সফরের আগে কাশ্মীর ইশুতে সরব বেজ়িং - China

কাশ্মীর ইশু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা প্রয়োজন । বিষয়টির সমাধান করতে হবে ৷ চিনের প্রেসিডেন্টের ভারত সফরের আগে জানাল বেজ়িং ।

china

By

Published : Oct 9, 2019, 12:41 PM IST

দিল্লি , 9 অক্টোবর : চিনের প্রেসিডেন্ট জ়ি জিনপিং চলতি মাসে ভারত সফরে আসছেন । তাঁর সফরের আগে ফের কাশ্মীর ইশু নিয়ে সরব হয়েছে বেজ়িং । চিন বলেছে, "কাশ্মীর ইশু নিয়ে ভারত -পাকিস্তান আলোচনা প্রয়োজন ৷ বিষয়টির দ্রুত সমাধান করতে হবে ৷ "

11 ও 12 অক্টোবর চেন্নাইয়ে অদূরে মামাল্লাপূরমে চিনের প্রেসিডেন্ট জ়ি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্যমূলক বৈঠক হবে৷ তাঁরা গত বছর এপ্রিলে চিনের উহান-এ প্রথমবার এমন সৌজন্য-বৈঠক করেন ৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রক বলেছে, "অক্টোবরের বৈঠকে ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে ৷ "

নরেন্দ্র মোদি এবং জ়ি জিনপিংয়ের মধ্যে প্রথম সৌজন্যমূলক বৈঠকটি হয়েছিল গত বছর এপ্রিলে উহানের চাইনিজ় লেক সিটিতে ৷ ডোকালাম নিয়ে দুই দেশের মধ্যে 73 দিনের দ্বন্দ্ব চলার পর নরেন্দ্র মোদির সঙ্গে জ়ি জিনপিংয়ের ওই বৈঠক হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details