বেজিং,13 এপ্রিল : একে বলা যেতে পারে বুমেরাং । চিন থেকে গোটা বিশ্বে কোরোনা সংক্রমণ ছড়িয়েছিল । এখন বাইরের দেশ থেকে চিনে নতুন করে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে । সোমবার চিনে নতুন করে 100জনের বেশি কোরোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে । 6 মার্চের পর এই সংখ্যা সর্বাধিক ।
সোমবার চিনের তরফে দাবি করা হয়েছে এই সংক্রমণ বিদেশ থেকে এসেছে ।
বেজিং এক বিবৃতি দিয়ে জানিয়েছে, বিদেশ থেকে চিনে ফেরা দেশের নাগরিকদের মধ্যে 951 জনের শরীরের মিলেছে কোরোনা সংক্রমণ । এখন যদিও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ । তবুও বিদেশে নানা জায়গায় থাকা চিনা নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। আর তার ফলেই বেজিং-সহ চিনের বিভিন্ন জায়গায় নতুন করে শুরু হয়েছে কোরোনা সংক্রমণ। এর সঙ্গে আরও একটি নতুন সমস্যা তৈরি হয়েছে যা নিয়ে চিনের প্রশাসন রীতিমতো শঙ্কিত। বিদেশ থেকে আসা নাগরিক সহ অন্যান্যদের মধ্যে প্রথমে কোরোনার কোনও উপসর্গ দেখা দেয়নি । কিন্তু বাধ্যতামূলক সোয়াব টেস্টের পর শরীরে কোরোনা পজ়িটিভ পাওয়া গিয়েছে ।
চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (NHC)দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে 108 জনের সংক্রমণ হয়েছে যাদের মধ্যে 98 জনই বিদেশ থেকে এসেছে । চিনের ইউহান শহরে কোরোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে । ডিসেম্বরে এই শহর থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল ।
তবে কেন্দ্রীয় হুবেই প্রদেশে কোনও সংক্রমণ পাওয়া যায়নি। NHC-র তথ্যে দেখা গেছে যে সংক্রমণ দিন দিন বাড়ছে । শনিবার রিপোর্ট করা 99 টির মধ্যে 97 জন বিদেশ থেকে আসা ব্যক্তি ছিলেন।
বিদেশ থেকে আসা ব্যক্তিদের মধ্যে সংক্রমণ হয়েছে 1,378 জনের । এর মধ্যে এখনও পর্যন্ত কোনও মৃত্যু হয়নি । 511 সুস্থ হয়েছে। NHC-র প্রতিবেদন অনুসারে, চিন-এর সর্বমোট COVID-19 সংক্রমণের পরিমাণ দাঁড়িয়েছে 82,160 টি । এর মদ্যে 3,341 জন রোগী মারা গেছেন, এবং 77,663 জন সুস্থ হয়ে হাসপাতালে ছেড়েছেন।
কমিশন জানিয়েছে, হংকংয়ে এখন পর্যন্ত 1,004 জনের সংক্রমণ হয়েছে এবং এর মধ্যে চার জনের মৃত্যু খবর পাওয়া গেছে । তাইওয়ানে 388 টি এবং ম্যাকাউতে 45 জনের সংক্রমণ হয়েছে।রবিবার অবধি, হংকংয়ে 360 জন COVID-19 রোগী, তাইওয়ানে 109, এবং ম্যাকাউতে 13 জন রোগী সুস্থ হয়েছেন।