দিল্লি, 6 জুলাই : চিনের আগ্রাসী মনোভাবের থাবা এবার ভুটানে । ভারতের সীমান্ত লাগোয়া পূর্ব ভুটানের সাকটেঙ অভয়ারণ্যকে নিজেদের বলে দাবি করল চিন । গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি কাউন্সিলের ভার্চুয়াল মিটিংয়ে এই দাবি করা হয় ।
বিশ্বজুড়ে পরিবেশ সংক্রান্ত প্রকল্পে আর্থিক সাহায্য করে এই কাউন্সিল । চিনের উদ্দেশ্য ছিল, সাকটেঙ অভয়ারণ্যকে বিতর্কিত এলাকা প্রমাণ করে "ভারতের বন্ধু" ভুটানের আর্থিক সাহায্য আটকে দেওয়া । যদিও চিনের আপত্তি সত্ত্বেও সাকটেঙ অভয়ারণ্য উন্নয়নে ভুটানের জন্য বরাদ্দ অনুমোদিত হয় । তবে আন্তর্জাতিক মঞ্চে চিনের দাবি অগ্রাহ্য হলেও ভুটানকে আর্থিক সাহায্য করা নিয়ে চিনের আপত্তি লিপিবদ্ধ হয়ে রইল । গতমাসের প্রথম সপ্তাহে হওয়া ভার্চুয়াল বৈঠকে চিন, ভুটানের পাশাপাশি ভারত, বাংলাদেশ, মলদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কার প্রতিনিধিরা ছিলেন ।