পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অরুণাচলপ্রদেশে গ্রাম তৈরি চিনের, ধরা পড়ল স্যাটেলাইটে - উচ্চ সুবানসিরি জেলা

ভারত-চিন সীমান্তে উত্তেজনার পারদ অব্যাহত। এরই মধ্যে অরুণাচলপ্রদেশে চিনের তৈরি গ্রামের হদিস পেল ভারত।

অরুণাচল প্রদেশে গ্রাম বানালো বেজিং
অরুণাচল প্রদেশে গ্রাম বানালো বেজিং

By

Published : Jan 19, 2021, 6:55 AM IST

দিল্লি, 19 জানুয়ারি : ভারত-চিন সীমান্তে ফের উত্তেজনার আবহ ৷ অরুণাচল প্রদেশে গ্রাম বানাল চিন ৷ স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে কমপক্ষে একশোটি বাড়ি রয়েছে গ্রামটিতে ৷ ভারত সীমান্ত থেকে 4.5 কিলোমিটারের মধ্যে গ্রামটি রয়েছে বলে মনে করা হচ্ছে। যা বর্তমানে ভারতের মাথাব্যথার কারণ ৷

সারি চু নদীর তীরে অবস্থিত এই গ্রামটি উচ্চ সুবানসিরি জেলায় অবস্থিত ৷ এই জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে ভারত ও চিনের মধ্যে। হিমালয়ের পূর্ব পরিসরে গ্রামটি তৈরি করা হয়েছে ৷ যে স্যাটেলাইট চিত্রটি সামনে এসেছে সেটি 1 নভেম্বর, 2020 সালের ৷ তার আগে স্যাটেলাইট চিত্র এসেছিল 26 অগাস্ট, 2020 সালের ৷ যেখানে গ্রাম তৈরির কোনও চিত্র ধরা পড়েনি ৷ অর্থাৎ এই গ্রামটি গত বছরেই তৈরি করা হয়েছে ৷

যদিও কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘ আমরা সম্প্রতিক রিপোর্ট দেখেছি ৷ দেখা যাচ্ছে, ভারতের সীমানা এলাকা বরাবর নির্মাণকাজ করছে চিন ৷ কয়েক বছর ধরে এই কাজ করছে চিন ৷ এর জবাবে আমাদের সরকারও সীমান্তে নির্মাণকাজ শুরু করেছে ৷ ইতিমধ্যে সেখানে ব্রিজ ও রাস্তা তৈরি করা হচ্ছে ৷ ফলে বর্ডার সংলগ্ন বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বাড়বে ৷ দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এমন বিষয়ের উপর সবসময় সরকার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ৷ এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে তৈরি ৷’’

ABOUT THE AUTHOR

...view details