দিল্লি, 20 জুন : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) নিয়ে চিনের তরফে যে দাবিগুলি করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয় । সেনার রুটিন টহলে বাধা দেওয়ার জেরেই লাদাখ সীমান্তে সংঘর্ষের সূত্রপাত । গতকাল চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বিবৃতির জবাবে আজ একথা জানিয়ে দিল বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ।
গতকাল লাদাখ ইশুতে সর্বদলীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী জানান, কেউ দেশের মাটিতে প্রবেশ করেনি ৷ কোনও ভারতীয় পোস্ট চিনের দখলে নেই ৷ LAC -তে চিন যা করেছে তাতে গোটা ভারত মনে আঘাত পেয়েছে ও চিনের উপর রেগে আছে ৷ লাদাখে আমাদের 20 জন জওয়ান শহিদ হয়েছেন ৷ কিন্তু ভারত মাতার দিকে যারা তাকিয়ে ছিল তাদের শিক্ষা দিয়েছেন ৷ তার ঠিক কয়েক ঘণ্টা পরই চিনের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয় । বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান চিনের দাবিকে পুনর্ব্যক্ত করেন । বলেন, "পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকাটি চিন-ভারত সীমান্তের পশ্চিম অংশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের পাশে অবস্থিত । বহু বছর ধরে চিনের সেনারা এই এলাকায় টহল দিচ্ছে । এমনকী এবছর এপ্রিলে যখন ভারতীয় সেনারা রাস্তা, সেতু তৈরির কাজ করছিল, তখনও ওই এলাকায় চিনের সেনা মোতায়েন ছিল ।"