পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্লাস্টিক বর্জ্য দিয়ে রোবট, দূষণ প্রতিরোধে সৃজনশীল দিশা ওড়িশার শিশুদের

ওড়িশার খণ্ডগিরি বস্তি । প্লাস্টিক বর্জ্য থেকে রোবট, নানা ধরনের আলো, ভ্যাকিউম ক্লিনার তৈরি করছে এখানকার খুদেরা । মবর্ধমান প্লাস্টিকের বর্জ্যর মোকাবিলায় ইতিমধ্যেই একের পর এক প্রচার অভিযান, সচেনতা শিবির অনেক কিছুর আয়োজন করা হচ্ছে । এবার সেই পথেই এক নতুন দিকের সন্ধান দিয়েছে ওড়িশার খণ্ডগিরির এই বস্তি এলাকা ।

image
ছবি

By

Published : Dec 14, 2019, 8:02 AM IST

ভুবনেশ্বর, 14 ডিসেম্বর : একথা বলার অপেক্ষা রাখে না যে, প্লাস্টিক বর্জ্য কীভাবে ধীরে ধীরে পৃথিবীকে দূষিত করে চলেছে । এনিয়ে রীতিমতো চিন্তায় পরিবেশবিদরা । ক্রমবর্ধমান প্লাস্টিকের বর্জ্যর মোকাবিলায় ইতিমধ্যেই একের পর এক প্রচার অভিযান, সচেনতা শিবির অনেক কিছুর আয়োজন করা হচ্ছে । এবার সেই পথেই এক নতুন দিকের সন্ধান দিয়েছে ওড়িশার খণ্ডগিরির এই বস্তি এলাকা । প্লাস্টিক বর্জ্য দিয়েই রোবট থেকে শুরু করে নানা নিত্যনতুন জিনিস তৈরি করছে এই বস্তির খুদেরা।

ওড়িশার খণ্ডগিরি বস্তি । উন্নয়ন সেভাবে পৌঁছাতে পারেনি এখানকার অলিগলিতে । আর পাঁচটা বস্তির মতো এলাকার অধিকাংশ জায়গা ব্যবহার করা প্লাস্টিকের পুরোনো জিনিসপত্র, বোতল, খেলনা, যন্ত্রাংশ ফেলে দেওয়া নানা জিনিসে ভরতি । দিনের পর দিন জমা সেই বর্জ্যের পাহাড় থেকেই এবার নতুন কিছু সৃষ্টি করছে এই এলাকার খুদেরা । এমন কী, তাদের কাজ করার জায়গায় মেঝে পরিষ্কার করার জন্য ভ্যাকিউম ক্লিনারটি এই সব ফেলে দেওয়া জিনিস থেকেই তৈরি ।

তাদের লক্ষ্য, ফেলে দেওয়া ক্ষতিকর এই প্লাস্টিক উপাদানগুলির মধ্যে একটি নতুন প্রাণ সঞ্চার করা যা মানুষের কাজে লাগবে । আর এই সুবাদে প্রকৃতি আরও একবার দূষণমুক্ত, স্বচ্ছ শ্বাস নিতে পারবে ।

দেখুন ভিডিয়ো

বস্তির এই নাবালকরা ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিসিটির পেশাগত শিক্ষা থেকে বহু ক্রোশ দূরে । পারিবারের যে আর্থিক অবস্থা তাতে অত্যাধুনিক প্রযুক্তিও যে তাদের কাছে সহজলভ্য এমনটা নয় । আর এই রোবট, নানা ধরনের আলো, ভ্যাকিউম ক্লিনার তৈরি করার রসদও নেই তাদের কাছে । কিন্তু প্রবল ইচ্ছাশক্তি আর সৃজনশীলতার কাছে হার মেনেছে সমস্ত প্রতিকূলতা।

এদের মধ্যে কেউ কেউ আবার এমন যন্ত্র তৈরি করেছে যার সাহায্যে কোনও সাহায্য ছাড়াই দরজা খোলা যাবে । এভাবে নিত্যনতুন জিনিস তৈরি করে তারা আরও এগিয়ে যেতে চায় । প্রযুক্তিগতভাবে নিজেদের আরও সমৃদ্ধ করতে চায় । কিন্তু বাধ সেধেছে অর্থ ।

তবে এখন তাদের পাশে দাঁড়িয়েছে ভুবনেশ্বরের উন্মুক্ত ফাউন্ডেশন । তাদের আরও দক্ষ করে তুলতে বিনা পয়সায় দেওয়া হচ্ছে প্রশিক্ষণ । তবে, এই সবকিছুর মাঝে প্লাস্টিক ব্যবহার প্রতিরোধে পৃথিবীকে নতুন দিশা দিয়েছে খণ্ডগিরি বস্তির এই ছোটো ছোটো শিল্পীরা ।

ABOUT THE AUTHOR

...view details