পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চার বছরের শিশুকে ধর্ষণ, ধৃত ব্যক্তি - child rape in surat

সুরাতে শিশু কন্যাকে ধর্ষণ। ঘটনায় শশী নামে উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

rape
ছবি

By

Published : Dec 21, 2019, 9:24 AM IST

সুরাত, 21 ডিসেম্বর : গুজরাতের সুরাতে এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

4 বছরের ওই শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে শশী নামে এক যুবকের বিরুদ্ধে ৷ বছর চব্বিশের শশী উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ সুরাতের পুলিশ কমিশনার আর বি ব্রহ্মভট্ট বলেন, ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ভারতীয় দণ্ডবিধির 376 ধারা অনুযায়ী এবং POCSO আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ৷ দেশজুড়ে একের পর এক ধর্ষণের খবরে সরব হয়েছে দেশবাসী ৷ ধর্ষণ আইনে সাজা আরও কঠোর করতে বলা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details