হায়দরাবাদ, 28 মে : তেলাঙ্গানার মেদক জেলার পোড়চানপল্লি গ্রামে কুয়োয় পড়ে মৃত তিন বছরের শিশু ৷ সাই বর্ধন নামে ওই শিশুটি গতকাল কুয়োয় পড়ে যায় ৷ স্থানীয় পুলিশ ও NDRF ঘটনাস্থানে পৌঁছায় ৷ অক্সিজেনের অভাবে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ৷
তেলাঙ্গানায় কুয়োয় পড়ে মৃত শিশু
পোড়চানপল্লি গ্রামে গতকাল গভীর কুয়োয় পড়ে যায় শিশুটি ৷ তাকে উদ্ধারের কাজে নামে NDRF-এর একটি দল ৷
মেদক জেলার পোড়চানপল্লি গ্রামে চাষের জন্য সদ্য কুয়ো খোঁড়া হয়েছিল ৷ গতকাল কুয়োর আশপাশে খেলছিল তিন বছরের সাই ৷ তার বাবা-মা সেইসময় কুয়োর আশপাশেই কাজ করছিলেন ৷ খেলতে খেলতে আচমকা পা পিছলে কুয়োর খোলা মুখ দিয়ে পড়ে যায় শিশুটি ৷ 120 ফুট গভীর কুয়োয় জল ছিল না ৷
ঘটনার পর শিশুটিকে উদ্ধারে নামে NDRF ও পাপ্পান্নাপেটার পুলিশ ৷ কুয়োর ভিতরে অক্সিজেন পাঠানোর চেষ্টা করে উদ্ধারকারী দল ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ অক্সিজেনের অভাবে সাইয়ের মৃত্যু হয় বলে জানিয়েছেন উদ্ধারকারীরা ৷ পুলিশ সূত্রে খবর, কুয়োটির মুখ ঢাকা না থাকায় এই দুর্ঘটনা ৷