পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CDS বিভাগের অন্য পদেও নিয়োগের সিদ্ধান্ত, জানাল সূত্র - সামরিক বিভাগে দুজন জয়েন্ট সেক্রেটারি

বিপিন রাওয়াতের নেতৃত্বে সামরিক বিভাগে দুজন জয়েন্ট সেক্রেটারি, 13জন ডেপুটি সেক্রেটারি, 22জন আন্ডার সেক্রেটারি নিযুক্ত হবেন ।

chief of defence stuff
chief of defence stuff

By

Published : Jan 10, 2020, 12:14 PM IST

দিল্লি, 10 জানুয়ারি : নবগঠিত সামরিক বিভাগে চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS ) পদে নিযুক্ত হয়েছেন বিপিন রাওয়াত । সামরিক বিভাগের শীর্ষ পদে রয়েছেন তিনিই । তাঁর নেতৃত্বে সেই বিভাগে অন্যান্য পদগুলিতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানাল সূত্র । বিপিন রাওয়াতের নেতৃত্বে সামরিক বিভাগে দুজন জয়েন্ট সেক্রেটারি, 13জন ডেপুটি সেক্রেটারি, 22জন আন্ডার সেক্রেটারি নিযুক্ত হবেন ।

দীর্ঘদিন ধরে চিফ অফ ডিফেন্স স্টাফ-এর দাবি উঠছিল দেশের সেনা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মহল থেকে । কার্গিল যুদ্ধের পর দেশের তিন বাহিনীর পারদর্শিতা খতিয়ে দেখতে গঠিত কমিটি চিফ অফ ডিফেন্স স্টাফ পদটির সুপারিশ করে । কিছুদিন আগে বিষয়টি নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় । 15 অগাস্ট পদটির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই পদে কে বসবেন তা নিয়ে এতদিন জল্পনা চলছিল । তবে বিভিন্নে সময়ে নাম উঠেছিল বিপিন রাওয়াতের । 30 ডিসেম্বর তাঁর নাম ওই পদের জন্য ঘোষণা করা হয় ।

ভারতীয় সেনার তিন বিভাগেই সর্বোচ্চ পদাধিকারীর বয়সসীমা 62 । তবে চিফ অফ ডিফেন্স স্টাফ পদের ক্ষেত্রে ওই বয়সসীমা তিন বছর বাড়িয়ে 65 করা হয়েছে । অর্থাৎ ওই পদে বিপিন রাওয়াত থাকবেন আরও তিন বছর ।

2016 সালের 31 ডিসেম্বর জেনেরাল দলবীর সিং সোহাগের পর সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন বিপিন রাওয়াত । 1 জানুয়ারি তাঁর অবসরের পর দেশের বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে ।

ABOUT THE AUTHOR

...view details