পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা পজ়িটিভ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী - কোরোনা পজ়িটিভ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

কোরোনায় আক্রান্ত শিবরাজ সিং চৌহান ৷ এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন ৷

Shivraj Singh Chouhan
শিবরাজ সিং চৌহান

By

Published : Jul 25, 2020, 12:25 PM IST

Updated : Jul 25, 2020, 1:02 PM IST

ভোপাল, 25 জুলাই : কোরোনায় আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ আজ নিজেই তিনি টুইট করে সেকথা জানিয়েছেন ৷ এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন ৷

শিবরাজ সিং চৌহান টুইটারে লেখেন, "আমার শরীরে কোরোনার উপসর্গ দেখা যাচ্ছিল ৷ পরীক্ষার পর রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ৷ সমস্ত সঙ্গীদের আবেদন করব, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের কোরোনা পরীক্ষা করিয়ে নিন ৷ আর কোয়ারানটিনে চলে যান ৷ "

বর্তমানে কোয়ারানটিনে রয়েছেন শিবরাজ সিং চৌহান ৷ তিনি টুইটারে লেখেন , "আমি কোরোনার সমস্ত স্বাস্থ্যবিধি পালন করছি ৷ চিকিৎসকদের পরামর্শমতো নিজেকে কোয়ারানটিনে রেখেছি ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আমি প্রতিদিন কোরোনার পর্যালোচনা বৈঠকে অংশ নেওয়ার চেষ্টা করব ৷"

তাঁর অনুপস্থিতিতে আপাতত এই কোরোনা পর্যালোচনা বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, নগর বিকাশ ও প্রশাসন মন্ত্রী ভূপেন্দ্র সিং, স্বাস্থ্য শিক্ষা মন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রী পি আর চৌধুরি ৷

Last Updated : Jul 25, 2020, 1:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details