পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাসপাতাল থেকে আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ইয়েদুরাপ্পার - ইয়েদুরাপ্পা

কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা কোভিড পজ়িটিভ হওয়ার পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছেন। তিনি এখন ক্লিনিকালি স্টেবল রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন ।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী
কর্ণাটকের মুখ্যমন্ত্রী

By

Published : Aug 6, 2020, 5:24 AM IST

বেঙ্গালুরু, 5 অগাস্ট : তিনদিন আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার কোরোনা সংক্রমণ ধরা পড়ে। সেই দিনই তাঁকে মনিপল হাসপাতালে ভরতি করা হয়। আজ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, "ইয়েদুরাপ্পা চিকিৎসায় সাড়া দিয়েছেন। ক্লিনিকালি স্টেবল রয়েছেন । "

পাশাপাশি হাসপাতালের তরফে জানানো হয়, তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে হাসপাতালে বসে স্বাচ্ছন্দ্যে জরুরি ভিত্তিক কাজগুলি সম্পন্ন করছেন। গতকাল তিনি আধিকারিকদের সঙ্গে হাসপাতালেই ফোনের মাধ্যমে ভেন্টিলেটর শয্যা সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করেন। বিষয়টি নিয়ে এক আধিকারিক জানিয়েছেন, PM-CARES অধীনে কর্নাটক কর্তৃক 681 টি ভেন্টিলেটর পাওয়া গেছে। "এক সপ্তাহের মধ্যে রাজ্যে ভেন্টিলেটরের সংখ্যা বেড়েছে 335, তার মধ্যে বেঙ্গালুরুতে রয়েছে 166 টি। বাকি 36 টি ভেন্টিলেটর এই সপ্তাহের শেষের দিকে ইনস্টল করা হবে। এই মাসেই ভারত সরকারের কাছ থেকে কর্নাটক আরও 1,279 টি ভেন্টিলেটর পাবে বলে কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে অবহিত করেন।

ABOUT THE AUTHOR

...view details