পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এই প্রথম ! বিচারপতির দুর্নীতির তদন্ত করবে CBI, অনুমতি সুপ্রিম কোর্টের - shukla

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এস এন শুক্লার বিরুদ্ধে CBI-কে দুর্নীতির মামলা রুজু করার অনুমতি দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে CBI তদন্তের অনুমতি প্রধান বিচারপতির

By

Published : Jul 31, 2019, 12:03 PM IST

Updated : Jul 31, 2019, 12:27 PM IST

দিল্লি, 31 জুলাই : প্রথমবার ভারতের কোনও হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে তদন্ত করার অনুমতি পেল CBI । এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এস এন শুক্লার বিরুদ্ধে CBI-কে দুর্নীতির মামলা রুজু করার অনুমতি দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । প্রসঙ্গত প্রধান বিচারপতির অনুমতি ছাড়া কর্মরত বিচারপতির বিরুদ্ধে কোনও তদন্তকারী সংস্থা পদক্ষেপ নিতে পারে না ।

গত মাসেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অভিযুক্ত বিচারপতি শুক্লকে অপসারণ করতে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে । 2017 সালে বিচারপতি শুক্লার বিরুদ্ধে একটি প্রাইভেট মেডিকেল কলেজকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে । এই অভিযোগ সামনে আসতেই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র তাঁকে পদত্যাগ করতে অথবা স্বেচ্ছাবসর নিতে বলেন । তবে সেই পথে না হেঁটে স্বপদে থেকে যান বিচারপতি শুক্লা ।

এরপর বিচারপতি শুক্লার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের এক কমিঠি গঠন করা হয় । তাতে ছিলেন মাদ্রাজ় হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, সিকিম উচ্চ আদালতের প্রধান বিচারপতি এসকে অগ্নিহোত্রী ও মধ্যপ্রদেশ উচ্চ আদালতের বিচারপতি পিকে জয়সওয়াল । কমিটির রিপোর্টে বিচারপতি শুক্লাকে দোষী সাব্যস্ত করা হয় ।

Last Updated : Jul 31, 2019, 12:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details