দিল্লি, 5 জুলাই : শুক্রবার লাদাখে প্রধানমন্ত্রী সেনা হাসপাতাল পরিদর্শন করেন । সেখানকার ছবি সামনে আসতেই সোশাল মিডিয়ায় প্রশ্নের ঝড় ওঠে । কেউ কেউ বলেন, এটি হাসাপাতাল নয়, প্রধানমন্ত্রীর পরিদর্শন ও ছবি তোলার জন্য কিছু শয্যা দিয়ে পুরো কক্ষকে সাজানো হয়েছে । এই নিয়ে আজ টুইট করেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমও । তাঁর সময়কার প্রধানমন্ত্রী মনমোহন সিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেনা হাসপাতাল পরিদর্শনের ছবি কোলাজ করে টুইট করেন তিনি । লেখেন, ছবিই কথা বলছে ।
লাদাখে প্রধানমন্ত্রীর ছবি সামনে আসা থেকেই অনেকে বলতে থাকেন, জায়গাটা দেখতে একেবারেই হাসপাতালের মতো লাগছে না । কারণ ছবিতে দেখে বোঝা যাচ্ছে সেখানে না আছে মেডিকেল স্ট্যান্ড, না আছে ইন্ট্রাভেনাস বা কোনও মেডিকেল ইকুইপমেন্ট । বিরোধীরা বলতে থাকে, প্রধানমন্ত্রী যাবেন বলে, সাময়িক কিছু সময়ের জন্য জখম সেনা জওয়ানদের ওখানে রাখা হয়েছে । কংগ্রেস নেতা কপিল সিবাল বলেন, "শেষ কয়েক বছর ধরে শুধু মার্কেটিং হয়েছে । সত্যিটা একরকম আর আমাদের দখানো হয় আরেকরকম ।"