দিল্লি, 5 সেপ্টেম্বর : INX মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠাল CBI-র বিশেষ আদালত । 19 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে তিহার সংশোধনাগারে বিচারবিভাগীয় হেপাজতে রাখা হবে ।
উল্লেখ্য 2 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে চিদম্বরমের তরফে তাঁর আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনুসিংভি আবেদন করেন, চিদম্বরমকে যেন তিহার জেলে পাঠানো না হয়, কারণ তাঁর বয়স 74 । তাঁকে নিরাপত্তা দেওয়া উচিত, তাই তাঁকে গৃহবন্দী রাখা হোক । কপিল সিব্বলের এই আবেদনের বিরোধিতা করে CBI-র তরফের আইনজীবী কে এম নটরাজ বলেন, "একজন অভিযুক্ত কখনওই স্থির করতে পারেন না যে, তাঁর পুলিশ হেপাজত হবে না বিচারবিভাগীয় হেপাজত ।"