পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

INX মামলায় ধাক্কা খেলেও এয়ারসেল-ম্যাক্সিসে স্বস্তি চিদম্বরমের - chidambaram

এয়ারসেল-ম্যাক্সিস মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে নেয় সুপ্রিম কোর্ট । এর আগে আজ সকালে পৃথক একটি আবেদনে INX মিডিয়া মামলায় ED-র গ্রেপ্তারি থেকে আগাম জামিন চাইলেও সেই আবেদন নাকচ করে দিয়েছিল শীর্ষ আদালত ।

INX মামলায় ধাক্কা খেলেও এয়ারসেল-ম্যাক্সিসে স্বস্তি চিদম্বরমের

By

Published : Sep 5, 2019, 2:36 PM IST

দিল্লি, 5 সেপ্টেম্বর : INX মামলায় ধাক্কা খেলেও প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম স্বস্তি পেলেন এয়ারসেল-ম্যাক্সিস মামলায় । সুপ্রিম কোর্টে এই মামলা সংক্রান্ত চিদম্বরমের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে নেয় সুপ্রিম কোর্ট । চিদম্বরমের পাশাপাশি তাঁর ছেলে কার্তিকেও এই মামলায় আগাম জামিন দেয় আদালত । এর আগে আজ সকালে পৃথক একটি আবেদনে INX মিডিয়া মামলায় ED-র গ্রেপ্তারি থেকে আগাম জামিন চাইলেও সেই আবেদন নাকচ করে দিয়েছিল শীর্ষ আদালত ।

INX মিডিয়া মামলায় গত 15 দিন ধরে CBI হেপাজতে রয়েছেন চিদম্বরম । চিদম্বরমের বিরুদ্ধে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আর্থিক অনিয়মের অভিযোগ করে ED ও CBI । এয়ারসেল-ম্যাক্সিসে 2006 সালে 800 মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম । প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি থেকে এ বিষয়ে অনুমোদনের কথা থাকলেও অর্থমন্ত্রক থেকে অবৈধভাবে অনুমতি দেওয়া হয় বলে দাবি CBI-এর ।

এদিকে আজ সকালে INX মিডিয়া মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে শীর্ষ আদালত বলে, "অর্থনৈতিক অপরাধের ক্ষেত্রে আগাম জামিনের বিষয়টি ভেবেচিন্তে প্রয়োগ করা উচিত । ঘটনা ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছে এই মামলাটির ক্ষেত্রে আবেদনকারীকে আগাম জামিন দেওয়া উচিত নয় ।"

INX মিডিয়া সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পি চিদম্বরমের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ আনে । যার ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত করছে CBI । শীর্ষ আদালত বলে যে, তদন্তকারী সংস্থাকে তদন্ত পরিচালনার জন্য পর্যাপ্ত স্বাধীনতা দিতে হবে । তদন্ত শুরুর এই পর্যায়ে যদি আগাম জামিন দেওয়া হয় তবে তদন্ত প্রভাবিত হতে পারে বা বাধা পেতে পারে । তবে সেই মামলায় আগাম জামিন না পেলেও এয়ারসেল-ম্যাক্সিস মামলায় শার্ষ আদালত স্বস্তি দিল চিদম্বরমকে ।

ABOUT THE AUTHOR

...view details