পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড়ে নাবালিকাকে ধর্ষণ, ধৃত 1 - ছত্তিশগড় ধর্ষণ

ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ৷ ধৃত নাবালক

physical abuse
ছত্তিশগড়ে নাবালিকাকে ধর্ষণ, ধৃত 1

By

Published : Dec 8, 2019, 12:43 AM IST

Updated : Dec 8, 2019, 12:50 AM IST

রায়পুর, 8 ডিসেম্বর : ফের ছত্তিশগড় ৷ বিলাসপুর, দুর্গের পর এবার রায়গড় ৷ 6 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল ৷ অভিযুক্তের বয়স 16 ৷ প্রতিবেশী এই নাবালক খেলার নামে ভুলিয়ে নিয়ে যায় নাবালিকাকে ৷ এরপর শারীরিক নিগ্রহ করে তাকে, অভিযোগ এমনই ৷

রায়গড়ের পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, ''অভিযুক্তের বিরুদ্ধে FIR করা হয়েছে ৷ জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে অভিযুক্ত নাবালককে ৷'' এদিকে, গতকাল মুম্বইয়ের এক নর্তকীকে ছত্তিশগড়ের দুর্গে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷

হায়দরাবাদে পশু চিকিৎসকের ধর্ষণের পর দেশজুড়ে নারী নিগ্রহের প্রতিবাদে উত্তাল হয় গোটা দেশ ৷ এনকাউন্টারে মৃত্যু হয় ধর্ষণে অভিযুক্ত চার ব্যক্তির ৷ পুলিশ জানায়, ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে অভিযুক্তরা । তাই পুলিশ বাধ্য হয়ে তাদের এনকাউন্টার করে ।

Last Updated : Dec 8, 2019, 12:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details