পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত জওয়ান

আজ মাওবাদীদের গুলিতে মৃত্যু হয় ছত্তিশগড়ের সশস্ত্র বাহিনীর এক জওয়ানের । বর্তমানে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে ছত্তিশগড় সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী ।

One CAF jawan killed in Naxal attack in Chhattisgarh
One CAF jawan killed in Naxal attack in Chhattisgarh

By

Published : Jul 27, 2020, 9:09 PM IST

রায়পুর, 27 জুলাই : এক সশস্ত্র বাহিনীর জওয়ানকে গুলি করে খুন করল মাওবাদীরা । ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ঘটনা । মৃত জওয়ানের নাম জিতেন্দ্র বাকরে । তিনি ছত্তিশগড় সশস্ত্রবাহিনীর 22 নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন । মাওবাদীদের খোঁজে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে ছত্তিশগড় সশস্ত্রবাহিনী (CAF) ও পুলিশ বাহিনী ।

বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনেরাল P সুন্দররাজ জানিয়েছেন , আজ সকাল 8 টা 30 নাগাদ ছোটে ডোঙ্গার পুলিশ স্টেশনে কাদেমতা ক্যাম্পে নিরাপত্তার কাজ করছিলেন ওই জওয়ান । সেই সময় হঠাৎই মাওবাদীরা এসে গুলি চালায় । ঘটনাস্থলেই মারা যান জিতেন্দ্র ।

সুন্দররাজ বলেন, “ ওই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে মাওবাদীরা 2 রাউন্ড গুলি চালায় । তারপর তারা জঙ্গলের মধ্যে পালিয়ে যায় । ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে , নকশালদের একটি ছোটো দল ঘটনার সঙ্গে জড়িত । ”

ABOUT THE AUTHOR

...view details